
নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ আজ শুক্রবার মাগুরায় বিনা মূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে ।
মাগুরা শহরের আদর্শ কলেজ প্রাঙ্গনে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয় । আল বাশার ইন্টার ন্যাশনাল ফাউন্ডেশন এর পরিচালনায় ঢাকার আল নুর চক্ষু হাসপাতালে উদ্যোগে আয়োজিত চক্ষু শিবিরে ১৫জন চিকিৎসক রোগীদের চোখ পরীক্ষা, ওষুধ চশমা প্রদান এবং ছানীপড়া রোগীদের চোখে লেন্স সংযুক্ত করায় নিয়োজিত আছেন।
আয়োজকরা জানিয়েছে, প্রায় ৫ হাজার রোগীকে চিকিৎসা এবং ৫শত রোগীর চোখের ছানী অপারেশন করে লেন্স লাগানো হবে। মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালে এই অপারেশন করা হবে।