ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা তুমি

প্রকাশিত: ০৮:১২, ২৮ ডিসেম্বর ২০১৮

স্বাধীনতা তুমি

স্বাধীনতা তুমি বিশ্বমানবতার মুক্তি সনদ অনাবিল আনন্দ স্বাধীনতা তুমি মহামূল্য ধন জীবনের চেয়েও শ্রেয় : স্বাধীনতা তুমি কবি মাইকেল মধুসূদন দত্তের বাংলা ভাষার সৌকর্য স্বাধীনতা তুমি বিশ্বকবি রবি ঠাকুরের সৃষ্টি সুখের উল্লাসের জাতীয় সঙ্গীত। স্বাধীনতা তুমি বিদ্রোহী কবির অগ্নিবীণা মানবতার গান স্বাধীনতা তুমি পল্লী কবি সম্রাট জসীম উদ্দীনের পল্লীর প্রাণ স্বাধীনতা তুমি জন-দরদী কিশোর সুকান্তের আশা স্বাধীনতা তুমি নেতাজী সুভাষ চন্দ্র বসুর তেজেয় অমিয় বাণী কবি জীবনানন্দ দাসের রূপসী বাংলার প্রকৃতি মায়ের ভাষা টিপু সুলতান, নবাব সিরাজ-উদ্দৌলার, তিতুমীর স্বাধীনতা তুমি বাঙালীর ইতিহাস অভিরামের দীপান্তরী ক্ষুদিরামের ফাঁসির ইতিহাস স্বাধীনতা তুমি প্রীতিলতা সূর্য সেনের ব্রিটিশ অস্ত্রাগার লুণ্ঠনের ইতিহাস স্বাধীনতা তুমি ভাষা শহীদদের রক্ত ঝরানো মাতৃভাষার ইতিহাস ৭ই মার্চ শেখ মুজিবের ভাষণ -স্বাধীনতা ঘোষণা স্বাধীনতা তুমি মুক্তিযুদ্ধে লক্ষ বাঙালী শহীদের রক্তাক্ত বাংলার বাঙালীর শৌর্য বীর্যের ইতিহাস। শেখ মুজিবের স্বপ্নে ঘেরা, তাই তো তিনি জাতির পিতা সারা বাঙালী বলছে সব একই সুরে এই কথা লিখছি আমি সবার সুরে এই কবিতা স্বাধীনতা আমাদের প্রিয় স্বাধীনতা।
×