ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বড় প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রত্যাশিত নয়

প্রকাশিত: ০৪:২৯, ২৯ নভেম্বর ২০১৮

বড় প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রত্যাশিত নয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেশি বরাদ্দ আর কড়া নজরদারির পরও প্রত্যাশিত গতিতে এগুচ্ছে না ফাস্টট্র্যাকের অধীনে থাকা বড় প্রকল্পগুলো। গেলো পাঁচ মাসে নতুন কোন স্প্যান বসেনি পদ্মায়। আর অর্থবছরের প্রথম তিন মাসে রূপপুর প্রকল্পে খরচ হয়েছে বরাদ্দের মাত্র ৯ শতাংশ। পরিকল্পনা কমিশন বলছে, বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিনিয়তই নতুন সমস্যা মোকাবেলা করতে হচ্ছে সংস্থাগুলোকে। তাই, গতি আসছে না আশানুরূপ হারে। পদ্মায় পঞ্চম বা সর্বশেষ স্প্যানটি বসেছিল চলতি বছরের ২৯ জুন। এরপর মাস পাঁচেক পার হলেও দৈর্ঘ্য বাড়েনি এক ইঞ্চিও। অথচ, এর মধ্যেই বাড়ানো হয়েছে খরচ, সাড়ে আটাশ হাজার কোটি থেকে দাঁড়িয়েছে ত্রিশ হাজার দুই শ’ কোটিতে। বর্তমান সরকারের আমলে সবচেয়ে গুরুত্ব পাওয়া এই মেগা প্রকল্প তাই সময়মতো শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তা বাড়ছে প্রতিনিয়ত। অথচ, এ বছরের শেষ দিকেই গাড়ি চলাচলের কথা ছিল সেতুর ওপর দিয়ে। মোটা ঋণের আরেক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের গতিও তুলনামূলক কম। কারণ, ১ লাখ ১৩ হাজার কোটি টাকার প্রকল্পটিতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র নয় হাজার কোটির মতো। এছাড়া, চলতি অর্থবছরে ১১ হাজার কোটি টাকার বেশি উন্নয়ন বরাদ্দ দেয়া হলেও, প্রথম তিন মাসে খরচ হয়েছে মাত্র ১ হাজার কোটি টাকা। পদ্মা কিংবা রূপপুরের মতো প্রত্যাশিত গতি নেই আরেক বড় প্রকল্প মাতারবাড়ি বিদ্যুতকেন্দ্রেরও। কারণ, সেখানেও সব মিলিয়ে কাজ এগিয়েছে মাত্র ১৯ শতাংশ। আর ৩৬ হাজার কোটি টাকার মধ্যে খরচ হয়েছে সাড়ে ছয় হাজারের কম। এছাড়া, ৩৫ হাজার কোটি টাকা খরচের আরেক প্রকল্প পদ্মা রেল সংযোগের অবস্থা আরও শোচনীয়। ব্রেক্সিটের কারণে অনিশ্চয়তায় ব্রিটেনের আবাসন বাজার অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্রেক্সিটের কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে ব্রিটেনের আবাসন বাজার। নবেম্বরে দেশটিতে বাড়ির দাম গড়ে ৫ হাজার পাউন্ড কমে গেছে। আবাসন শিল্পসংশ্লিষ্ট ওয়েবসাইট রাইটমুভ বলছে, শুধু এ মাসে আবাসনের গড় দাম ১ দশমিক ৭ শতাংশ পড়ে গেছে।
×