ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বপ্নের ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: ২৩:০৬, ২৩ নভেম্বর ২০১৮

স্বপ্নের ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধাদের প্রাণের দাবি পুরণের জন্য এলজিইডির অর্থায়নে ১ কোটি ২০লাখ টাকা ব্যায়ে স্বপ্নের ব্রীজের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন জানান, উপজেলা পরিষদের সাথে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের যোগাযোগের জন্য দীর্ঘদিন থেকে খালের ওপর একটি ব্রীজ নির্মানের দাবি ছিল মুক্তিযোদ্ধাদের। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, দক্ষিণাঞ্চলের মুজিব বাহিনীর প্রধান আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র ঐক্লান্তিক প্রচেষ্টায় অবশেষে মুক্তিযোদ্ধাদের সেই স্বপ্নের সেতু বাস্তবায়ন হতে যাচ্ছে। তিনি আরও জানান, এলজিইডি বিভাগ থেকে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বরাদ্দে ৫০ফুট দীর্ঘ ও ১৪ফুট প্রশস্ত ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার অধ্যাপক (অবঃ) লিয়াকত আলী হাওলাদার, সিরাজুল হক সরদার, বাস্তবায়কারী ঠিকাদার শফিকুর ইসলাম সকুল প্রমুখ।
×