ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চৌদ্দতেই চোখ ব্যালন ডি’অরে!

প্রকাশিত: ০৭:০৩, ২৩ নভেম্বর ২০১৮

 চৌদ্দতেই চোখ ব্যালন ডি’অরে!

স্পোর্টস রিপোর্টার ॥ বরুশিয়া ডর্টমুন্ডের জার্সিতে অনুর্ধ্ব-১৭ দলে খেলেন ইউসুফা মৌকোকো। গত মঙ্গলবারেই ১৪ বছরে পা রেখেছেন জার্মানির এই তরুণ ফুটবলার। অথচ এই বয়সেই ব্যালন ডি’অরে চোখ তার। শুধু তাই নয়, জার্মান বুন্দেসলিগার জায়ান্ট ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাও জিততে চান তিনি। এ প্রসঙ্গে জার্মান সাময়িকী স্পোর্ট বিল্ডকে দেয়া তার প্রথম সাক্ষাতকারে মৌকোকো বলেন, ‘ডর্টমুন্ডের জার্সিতে পেশাদার ফুটবলার হওয়ায় আমার মূল লক্ষ্য। এই ক্লাবের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের পাশাপাশি ব্যালন ডি’অরও জিততে চাই আমি।’ অনুর্ধ-১৭ দলের হয়ে এই মৌসুমে ইতোমধ্যেই ১২ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ইউসুফা। এই সময়ের মধ্যেই সব আলো নিজের দিকে নিয়ে গেছেন তিনি। প্রতিপক্ষের জালে ২২ বার বল জড়িয়েছেন ইউসুফা। চারবার হ্যাটট্রিকও করেছেন তরুণ প্রতিভাবান এই ফুটবলার। গত মাসে হেনেফের বিপক্ষে ১০-০ গোলে জেতা ম্যাচে রয়েছে তার চার গোল করার রেকর্ডও। চৌদ্দ বছরের এই বিস্ময় বালকের অতীত ক্যারিয়ার আরও ঝলমলে। হ্যাঁ, গত বছর মাত্র ১৩ বছর বয়সেই বিশ্ব ফুটবল দুনিয়ার আলোচনায় উঠে আসেন তিনি। গত মৌসুমে ২৮ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ৪০বার বল জড়ান এই গোল মেশিন। তার অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যে গত বছর অনুর্ধ-১৭ লীগ শিরোপা জিতে বরুশিয়া ডর্টমুন্ড। শুধু তাই নয়, বের্য়ান মিউনিখের বিপক্ষে ৩-২ ব্যবধানে জেতা জার্মান কাপের ফাইনালে জয়সূচক গোলটিও এসেছিল তার পা থেকে। জার্মান বুন্দেসলিগায় খেলতে হলে কমপক্ষে ১৭ বছর বয়স হতে হয়। সে জন্য আরও তিন বছরের জন্য অপেক্ষা করতে হবে ইউসুফা মৌকোকে। এই সময়ে বিস্ময় বালক নিজেকে আরও সমৃদ্ধ করতে চান ফুটবলীয় কৌশলগত দক্ষতায়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার নিজের উন্নতির জন্য এখনও সামনে অনেক সময় রয়েছে। আমার পরবর্তী লক্ষ্য ডর্টমুন্ডের অনুর্ধ-১৯ দলের হয়ে খেলা।’
×