ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বচালিত গাড়ি সম্ভব নয়

প্রকাশিত: ০৪:২৭, ১৬ নভেম্বর ২০১৮

স্বচালিত গাড়ি সম্ভব নয়

প্রথম স্বচালিত গাড়িটা এ্যাপলই বানাবে, এক সময় এমনটাই আশা করতেন মার্কিন টেক জায়ান্টটির সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে এ কথা বলেন ‘ওজ’ নামে পরিচিত এই মার্কিন প্রকৌশলী ও বিনিয়োগকারী। তিনি বলেন, ‘আমি স্বচালিত গাড়িতে বিশ্বাস করি না।’ এক্ষেত্রে ‘আমি আসলেই বিশ্বাস করি না যে এটি সম্ভব’ যে গাড়িগুলো কোন স্টিয়ারিং হুইল ছাড়া নিজেরাই নিজেদের চালাতে সক্ষম হবে।’ ওজনিয়াক বলেন, রাস্তাগুলো স্বচালিত গাড়ির জন্য প্রস্তুত নয় এর কারণ হচ্ছে এগুলো ‘ত্রুটিপূর্ণ’ মানুষের বানানো, যারা ‘প্রকৃতি ও গণিত আর এমনকি বিবর্তনের মতো এত ভাল নয়।’ তবে গাড়ি চালনার ক্ষেত্রে ‘সহযোগী’ যে প্রযুক্তির জন্য গাড়িগুলো এখন লাল আলোও থামতে বলার নির্দেশনা শনাক্ত করতে ও কিছু দুর্ঘটনা এড়াতে পারে তার উন্নতি সমর্থন করেন তিনি। কিন্তু তিনি সতর্ক করে বলেন, ‘মানুষের এই বিষয়টি থেকে নজর সরানো উচিত নয় যে আপনি এমন কোন গাড়ি পাবেন না যা নিজে নিজে চলবে।’ -অর্থনৈতিক রিপোর্টার
×