ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিতকে টপকে রেকর্ড মিতালির

প্রকাশিত: ০৬:৩৫, ১৩ নভেম্বর ২০১৮

রোহিতকে টপকে রেকর্ড মিতালির

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজে চলমান নারী টি২০ বিশ্বকাপে দলীয় ও ব্যক্তিগতভাবে সময়টা দারুণ কাটছে ভারতের। আগের ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের দিনে ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে টি২০ বিশ্বকাপে সেঞ্চুরি পেয়েছিলেন হারমানপ্রিত কাউর। রবিবার ৭ উইকেটের বিশাল জয়ের পথে চিরশত্রু পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে তারা। ৪৭ বলে ৫৬ রানের চমৎকার ইনিংস খেলেছেন মিতালি রাজ। এর মধ্য দিয়ে পুরুষ দলের জাতীয় ওপেনার রোহিত শর্মাকে টপকে টি২০ ফরমেটে ভারতের পক্ষে সবচেয়ে বেশি রানের নতুন রেকর্ড গড়েছেন অভিজ্ঞ এই প্রমীলা তারকা ব্যাটার। একই দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে ৮৭ ম্যাচে রোহিতের মোট রান ২২০৭, আর ৮৪ টি২০তে মিতালির নামের পাশে ২২৩২। রাজস্থানের যোধপুরে জন্ম নেয়া ৩৫ বছর বয়সী মিতালি এখন টি২০তে ভারতের হয়ে রেকর্ড সর্বোচ্চ রানের মালিক। হিটম্যান রোহিতের চেয়ে ২৭ রানে এগিয়ে তিনি। ৭২ ইনিংসে ২১০২ রান নিয়ে তৃতীয় স্থানে জাতীয় অধিনায়ক ও বড় তারকা বিরাট কোহলি। মিতালি কোহলিকে টপকে গিয়েছিলেন আগেই। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৪৭ বলে ৫৬ রানের ইনিংসে তিনি পেরিয়ে গেছেন রোহিতকে। মহিলাদের টি-টোয়েন্টিতে মিতালি এখন রানের তালিকায় রয়েছেন পাঁচে। তার আগে রয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস (২৯১৩ রান), ওয়েস্ট ইন্ডিজের সারা টেলর (২৬৯১ রান), ইংল্যান্ডের শার্লটে এডওয়ার্ডস (২৬০৫ রান), অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং (২২৪১ রান)। যে ছন্দে রয়েছেন, তাতে বিশ্বকাপেই হয়ত ল্যানিংকে টপকে যাবেন মিতালি। একই দিনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ টি২০তে রোহিত বড় স্কোর পাননি। আউট হন মাত্র ৪ রান করে। ৬৫ করলে তিনি টপকে যেতেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলকে (২২৭১)। পুরুষদের আন্তর্জাতিক টি২০তে সবচেয়ে বেশি রানের মালিক কিউই ওপেনার। কিন্তু, তা হয়নি। রোহিত ৬৪ রানে পিছিয়ে থাকলেন গাপটিলের চেয়ে।
×