ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভেজাল কীটনাশক তৈরির কারখানার সন্ধান

প্রকাশিত: ০৬:৩৯, ৩১ অক্টোবর ২০১৮

ভেজাল কীটনাশক তৈরির কারখানার সন্ধান

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৩০ অক্টোবর ॥ শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামের মাখরাজ মৃধার বাড়িতে সোমবার রাতে ভেজাল কীটনাশক তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় দ্বারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মহিদুল আলম মহিদকে আটক করা হয়। তাকে মঙ্গলবার সকালে আদালতে পাঠিয়েছে শ্রীপুর থানা পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন সন্ধ্যায় দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন কানন ও এলাকাবাসী দারিয়াপুর হাসপাতাল মোড় থেকে ভ্যান ভর্তি আনুমানিক ১৮০ কেজি ভেজাল কীটনাশক তৈরির কাঁচামালসহ উপজেলার চৌগাছী গ্রামের মাখরাজ ও দারিয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মহিদুল আলমকে আটক করে গণপিটুনি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে মাখরাজ সেখান থেকে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যায়।
×