ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওল্ডট্রাফোর্ডে ম্যানইউ-জুভেন্টাস মহারণ

প্রকাশিত: ০৭:১৩, ২৩ অক্টোবর ২০১৮

ওল্ডট্রাফোর্ডে ম্যানইউ-জুভেন্টাস মহারণ

স্পোর্টস রিপোর্টার ॥ ক্লাব ইতিহাসের সবচেয়ে বাজে সময় অতিবাহিত করছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লীগের ঐতিহাসিক হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচে জয়শূন্য। হেরে যাচ্ছে যার তার কাছে! এমন অবস্থায় ক্লাবটির ভবিষ্যত নিয়ে শঙ্কায় অনেকে। ঘোরতর এই সঙ্কটের মধ্যেই আজ রাতে চ্যাম্পিয়ন্স লীগে জয়ে ফেরার মিশনে মাঠে নামছে গ্যালাক্টিকোরা। আগের ম্যাচে রাশিয়ান ক্লাব সিএসকেএ মস্কোর কাছে ০-১ গোলে হারা রিয়াল এবার লড়ছে চেক প্রজাতন্ত্রের ক্লাব ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে। ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে ‘জি’ গ্রুপের ম্যাচটি খেলবেন বেনজেমা-বেল-মডরিচরা। গ্রুপের আরেক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে রোমা ও সিএসকেএ মস্কো। জয়ের ধারায় ফেরার মিশন জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখেরও। আগের ম্যাচ ডাচ ক্লাব আয়াক্সের সঙ্গে ড্র করা বাভারিয়ানরা আজ রাতে গ্রীসের ক্লাব এ্যাথেন্সের আতিথ্য নিচ্ছে। ‘ই’ গ্রুপের আরেক ম্যাচে লড়বে আয়াক্স ও বেনফিকা। হেরে মিশন শুরু করা ম্যানচেস্টার সিটি দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় হোফেনহেইমকে হারিয়ে। এবার জয়ের ধারা ধরে রাখার মিশনে নামছে ইংলিশ চ্যাম্পিয়নরা। ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেস্কের আতিথ্য নিচ্ছে পেপ গার্ডিওলার দল। ‘এফ’ গ্রুপের আরেক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে জার্মানির হোফেনহেইম ও ফ্রান্সের লিও। তবে সব ম্যাচ ছাপিয়ে আজ রাতে সবার দৃষ্টি থাকছে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাস মহারণে। ‘এইচ’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ডের বিখ্যাত ওল্ডট্রাফোর্ডে লড়বে পরাশক্তি দল দুটি। এই ম্যাচের মধ্য দিয়ে আবারও ‘ঘরে’ ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মূলত সি আর সেভেনের কারণেই ম্যাচটির দিকে সবার দৃষ্টি। কেননা রেড ডেভিলদের হয়ে মাঠ মাতিয়েই নিজেকে লাইমলাইটে আনেন পর্তুগীজ তারকা। ২০০৯ সালে ম্যানইউ ছেড়ে চলে আসেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ পরাশক্তিদের হয়ে বছরের পর বছর আলো ছড়ানোর পর এবার ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে নাম লিখিয়েছেন পাঁচবারের ফিফা সেরা তারকা। সেখান থেকেই এবার সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন রোনাল্ডো। রিয়াল তাদের শেষ পাঁচ ম্যাচে জয়হীন। দিন কয়েক আগে ঘরের মাঠে শেষ ম্যাচে লেভান্তের কাছে ২-১ গোলের হার। সবমিলিয়ে খাদের কিনারায় দলটি। এই অবস্থায় ইউরোপ সেরার লড়াইয়ে জয়ের ধারায় ফিরতে পারবে কিনা সেটা নিয়েও সন্দিহান অনেকে। গত ২৩ সেপ্টেম্বর লা লিগার ম্যাচে এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর আর কোন প্রতিযোগিতামূলক ম্যাচে জয়ের দেখা পায়নি কোচ জুলেই লোপেটেগুইয়ের দল। লেভান্তের কাছে ঘরের মাঠে এবারের মৌসুমে প্রথম ম্যাচ হেরেছে তারা। ঘরের মাঠে এই ম্যাচেই ৪৮০ মিনিটের গোলের অপেক্ষা কেটেছে তাদের। রিয়ালের ইতিহাসের যা ছিল সবচেয়ে দীর্ঘ গোলের অপেক্ষা। সবমিলিয়ে এবারের মৌসুমটা একেবারেই হতাশায় কাটছে রিয়ালের। এ নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে কোচ লোপেটেগুইয়ের জায়গা নিয়েও। লা লিগায় চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৪ জয় ও ৩ হারে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাতে আছে রিয়াল। অন্যদিকে সমান ম্যাচে ৫ জয় ও ১ ম্যাচে হেরে টেবিলের শীর্ষে আছে বার্সিলোনা। ২৮ অক্টোবর লীগের পরের ম্যাচেই ন্যুক্যাম্পে হতে যাচ্ছে এল ক্লাসিকো। ঘরের মাঠে সেদিন রিয়ালের বিপক্ষে লড়বে মেসিবিহীন বার্সিলোনা। এর আগে আজ রাতে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। ‘জি’ গ্রুপের দলটি ২ ম্যাচের ১টি জয় ও ১টি হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে। সমান পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে রোমা। আর ২ ম্যাচে ১টি জয় ও ১টি ড্র নিয়ে শীর্ষে আছে ক্লাব সিএসকেএ মস্কো। সবমিলিয়ে যে অবস্থা তাতে রিয়াল কোচ লোপেটেগুইকে নিয়ে সমালোচনা হচ্ছে চারদিকে। লেভান্তের কাছে ঘরের মাঠে হারের পর রিয়ালের জীবন কঠিন হয়ে উঠেছে ব্লাঙ্কোসদের কোচের। ধারণা করা হচ্ছে, যে কোন মুহূর্তে বরখাস্ত হতে পারেন তিনি। এল ক্লাসিকোর আগেই কি লোপেটেগুইকে বরখাস্ত করা উচিত? রিয়াল সমর্থকদের এই প্রশ্ন করেছিল মাদ্রিদভিত্তিক স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। মাত্র ২৪ ঘণ্টায় ১ লাখ ৬০ হাজার মার্কা পাঠক ভোট দিয়েছেন। তার মধ্যে ৫৩% এল ক্লাসিকোর আগেই লোপেটেগুইয়ের বরখাস্ত চান। ৪৭% এখনও তাকে দায়িত্বে রাখার পক্ষে। যদিও ভোট দেয়ার সময় বাকি আছে। যেকেউ চাইলে এল ক্লাসিকোর আগ পর্যন্ত ভোট দিতেন পারবেন।
×