ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রিজার্ভ থেকে লভ্যাংশ দেবে বিকন ফার্মা

প্রকাশিত: ০৬:৫১, ২৩ অক্টোবর ২০১৮

রিজার্ভ থেকে লভ্যাংশ দেবে বিকন ফার্মা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত বিকন ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় মুনাফার তুলনায় বেশি লভ্যাংশ ঘোষণা করেছে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত অংশ রিজার্ভ থেকে দেয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বিকন ফার্মাসিউটিক্যালসের ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৫ টাকা। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ৬ শতাংশ হারে শেয়ার প্রতি ০.৬০ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এক্ষেত্রে মুনাফার ১০৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। মুনাফার অতিরিক্ত ৯ শতাংশ রিজার্ভ থেকে দেয়া হবে। কোম্পানিটির ২০১৭-১৮ শেয়ার প্রতি ০.৫৫ টাকা হিসেবে মোট ১২ কোটি ৭১ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। তবে শেয়ার প্রতি ০.৬০ টাকা হিসেবে ১৩ কোটি ৮৬ লাখ টাকার নগদ লভ্যাংশ দেয়া হবে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ১ কোটি ১৫ লাখ টাকা রিজার্ভ থেকে দেয়া হবে। ২৩১ কোটি টাকা পরিশোধিত মূলধনের বিকন ফার্মাসিউটিক্যালসে ৬৮ কোটি টাকার রিজার্ভ রয়েছে। উল্লেখ্য, সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৭ টাকায়। অস্বাভাবিকভাবে দর বাড়ছে এমারেল্ড ওয়েলের অর্থনৈতিক রিপোর্টার ॥ কোন কারণ ছাড়াই শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর ১১ অক্টোবর ছিল ৮.৭০ টাকায়, যা ২১ অক্টোবর পর্যন্ত ৬ দিনে ২.২০ টাকা বা ২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০.৯০ টাকায়। কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ার কারণ জানাতে নোটিস পাঠায় ডিএসই। কিন্তু ডিএসইর নোটিসের জবাবে ২১ অক্টোবর কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার পেছনে তাদের কাছে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।
×