ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এক নজরে গ্রেনেড হামলার মামলা

প্রকাশিত: ০৬:৩৯, ১১ অক্টোবর ২০১৮

এক নজরে গ্রেনেড হামলার মামলা

হামলা : ২০০৪ সালের ২১ আগস্ট মামলা : ২০০৪ সালের ২২ আগস্ট মামলা : দুটি (হত্যা ও বিস্ফোরক দ্রব্য) প্রথম চার্জশিট : ২০০৮ সালের ১১ জুন (সিআইডি) চার্জ গঠন (প্রথম দফা) : ২০০৮ সালের ২৯ অক্টোবর চার্জ গঠন (দ্বিতীয় দফা) ২০১২ সালের ১৮ মার্চ অধিকতর তদন্তের নির্দেশ : ২০০৯ ৩ আগস্ট সম্পূরক চার্জশীট : ২০১১ সালের ৩ জুলাই অভিযোগ গঠন : ২০১২ সালের ১৯ মার্চ যুক্তিতর্ক শুনানি শুরু : ২০১৭ সালের ২৩ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষ : ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর মোট সাক্ষী : ৫১১ জন সাক্ষ্যগ্রহণ : ২২৫ জনের অধিকতর তদন্তে সময় লেগেছে : ১ বছর ১০ মাস ২৯ দিন আসামি পক্ষ উচ্চ আদালতে যায় : ৫ বার বিচারিক আদালতে সময় ব্যয় : ১৯৪ কার্যদিবস আইনী যুক্তিতর্ক : ১১৯ কার্যদিবস আসামি পক্ষ সময় নিয়েছে : ৯০ কার্যদিবস রাষ্ট্রপক্ষ সময় নিয়েছে : ৩০ কার্যদিবস রায় : ২০১৮ সালের ১০ অক্টোবর
×