ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে অজ্ঞাত সেই যুবকের পরিচয় মিলেছে

প্রকাশিত: ০৭:১৫, ৪ সেপ্টেম্বর ২০১৮

রূপগঞ্জে অজ্ঞাত সেই যুবকের পরিচয় মিলেছে

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন এলাকার বালুর মাঠে উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় মিলেছে। নিহতের নাম শফিকুল ইসলাম। তিনি উপজেলার পিতলগঞ্জ এলাকার নুরুল ইসলামের ছেলে। সোমবার সকালে ওই যুবকের বাবা নুরুল ইসলাম উদ্ধারকৃত মরদেহের পরিচয় নিশ্চিত করেন। নিহত যুবকের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। নুরুল ইসলাম জানান, তার ছেলে শফিকুল ইসলাম গত ৩১ আগস্ট রাত আটটার দিকে পিতলগঞ্জের আনন্দ বাজার এর উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যায়। যথাসময়ে সে বাড়ি ফিরে না আসায় শফিকুল ইসলামকে ফোন করা হলে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। গত শনিবার রাতে নুরুল ইসলামের নাতি তার মোবাইলের ফেসবুকে শফিকুল ইসলামের মৃত দেহের ছবি দেখে নুরুল ইসলামকে জানায়। পরে খোঁজখবরে জানা যায় একটি অজ্ঞাত মরদেহ রূপগঞ্জ থানায় রাখা আছে। পরে নুরুল ইসলাম থানায় গিয়ে তার ছেলে শফিকুল ইসলামের পরিচয় নিশ্চিত করেন। এর আগে, গত শনিবার রাতে উপজেলার কাঞ্চন এলাকার বালুর মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। চট্টগ্রামে ৬ ডাকাত গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা সাহেবপাড়া কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি ধারালো অস্ত্র। সোমবার ভোরে কলাবাগান মাঠের ভেতর থেকে এদের গ্রেফতার করা হয়। সিএমপির সদরঘাট থানা পুলিশ জানায়, যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলো- ফোরকান, আমির হোসেন, মোঃ রনি, ফরিদ ওরফে বুলু, মোঃ নুরজামান এবং এমরান ওরফে সজল। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি কিরিচ ও তিনটি ছুরি। পুলিশ জানান, এরা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী। এদের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে।
×