ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাটের আঁশ ছাড়িয়ে প্রায় ১০ হাজার মহিলার জীবিকা নির্বাহ

প্রকাশিত: ০৭:০৯, ৪ সেপ্টেম্বর ২০১৮

পাটের আঁশ ছাড়িয়ে প্রায় ১০ হাজার মহিলার জীবিকা নির্বাহ

মাগুরায় পাটের দাম ভাল হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষক পাট বিক্রি করে লাভবান হচ্ছে। বর্তমানে জেলার বিভিন্ন হাটে নতুন পাট প্রতিমণ ৪০ কেজি ১৫শ’ টাকা থেকে ২২শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। জেলার চারটি উপজেলা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা ২৮ হাজার হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। বর্তমানে পাট কেটে জাগ দেয়া, ধোয়া ও শুকানোর কাজ চলছে। এ বছর পাটের রং ও মান ভাল হয়েছে। বর্তমানে মাগুরার গ্রামগুলোতে পাটের আঁশ ছাড়ানোর মওসুম চলছে। জেলার বিভিন্ন হাটে নতুন পাটের ব্যাপক আমদানি হচ্ছে। দাম ভাল হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। জেলার নতুন বাজার, সাচিলাপুর, বুনাগাতি, শক্রজিৎপুর, খামার পাড়া, বিনোদপুর, ধোয়াইল, নহাটা, লাঙ্গলবান্ধ, সীমাখালী প্রভৃতি হাটে প্রচুর নতুন পাটের আমদানি হচ্ছে। বিভিন্ন হাটে নতুন পাট প্রতিমণ ৪০ কেজি ১৬শ’ টাকা থেকে ২২শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। পাটের পাশাপাশি পাটকাঠির দাম ভাল হওয়ায় কৃষক পাটকাঠি বিক্রি করে লাভবান হচ্ছে। -নিজস্ব সংবাদদাতা, মাগুরা জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) সম্প্রতি বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে। কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী বিএইচবিএফসি সদর দফতর প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচী পালন করেন
×