ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

গৌরীপুর-হোমনা সড়কের পাশ থেকে

অজ্ঞাত যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি

প্রকাশিত: ১১:৫২, ১২ জুলাই ২০২৫

অজ্ঞাত যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার

কুমিল্লার তিতাসে গৌরীপুর-হোমনা সড়কের দড়িকান্দি বিদ্যুৎ পাওয়ার হাউজের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।

শনিবার (১২ জুলাই) সকাল ৭টার দিকে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় বিদ্যুৎ পাওয়ার হাউজের পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্লাহ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি বিদ্যুৎ পাওয়ার হাউজ এলাকার রাস্তার পাশে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়।

তিতাস থানার ওসি শহীদ উল্লাহ জানান, নিহত যুবকের আনুমানিক বয়স ৩০ বছর। তার গলায় ধারালো অস্ত্রের জখম রয়েছে। পরনে ছিল জিন্স প্যান্ট ও কালো রঙের গেঞ্জি। হত্যাকাণ্ডের পেছনে কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সানজানা

×