ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৯ গ্রামে বিদ্যুত সংযোগ

বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশের জন্ম হতো না ॥ চীফ হুইপ

প্রকাশিত: ০৬:৫১, ১৭ আগস্ট ২০১৮

বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশের জন্ম হতো না ॥ চীফ হুইপ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৬ আগস্ট ॥ বাউফলের ৯ গ্রামের এক হাজার ২শ’ ১৮ পরিবারকে পল্লী বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন। গ্রামগুলো হচ্ছেÑ কেশবপুর, পাতিলাপাড়া, পোনাহুরা, ঘুচরাকাঠি, আদাবাড়িয়া, খেজুরবাড়িয়া, সূর্যমনি, নওমালা ও রাজনগর। এতে সরকারের ব্যয় হয়েছে, ৪ কোটি ১৪ লাখ ৬৮ হাজার টাকা। এরপর ওই দিন বেলা ১১টার সময় চিফ হুইপ উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। দুপুর ১২টায় ছোট ডালিমা আবদুস সালাম মৃধা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন এবং দুপুর দেড়টায় কনকদিয়া এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন। এর আগের দিন চীফ হুইপ জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার আদাবাড়িয়া, বগা, কনকদিয়া, কাছিপাড়া, কালিশুরী, কেশবপুর, সূর্যমনিসহ ও বাউফল পৌর শহরের মুক্তিযোদ্ধা অডিটরিয়মে বাউফল সদর, মদনপুর, নাজিরপুর, দাশপাড়া, কালাইয়া ও চন্দ্রদ্বিপ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় চিফ হুইপ আসম ফিরোজ এ সময় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। কিন্তু দুর্ভাগ্য, সেই জাতিই কিনা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনার হাত শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। পীরগঞ্জে মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুর সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১৬ আগস্ট ॥ বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ বেলদহি ফাটার হাট গ্রামে কতিপয় সন্ত্রাসী বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দীনের বাড়ি ভাংচুর করেছে। জানা গেছে, ওই গ্রামের আমির উদ্দীনের পুত্র জব্বার আলীর নেতৃত্বে তার আত্মীয় স্বজন ও অজ্ঞাত নামা ভাড়াটে ৫-৬ সন্ত্রাসী ধারালো রাম দা, লোহার রড, শাবল ও শক্ত বাঁশের লাঠি নিয়ে মুক্তিযোদ্ধার বসত বাড়ি জোরপূর্বক দখল করতে যায়। দখলে ব্যর্থ হয়ে জব্বার আলী ও তার সন্ত্রাসী বাহিনী ওই বাড়িতে হামলা করে বসতবাড়ি, আসবাবপত্র, টিউবওয়েলসহ বাড়ির সব কিছু ভাংচুর করে বলে মুক্তিযোদ্ধার ভাই এনামুল হক জানান।
×