ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সচিব হলেন নাসির উদ্দিন আহমেদ

প্রকাশিত: ০৬:৩৯, ১০ আগস্ট ২০১৮

সচিব হলেন নাসির উদ্দিন আহমেদ

বিশেষ প্রতিনিধি ॥ পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার তাকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। পদোন্নতির পর তাকে আগের কর্মস্থলে সচিব হিসেবে পদায়ন করা হয়। নাসির উদ্দিন বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকার সময় গত বছরের ৩১ ডিসেম্বর একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পান তিনি। গত ১৫ মার্চ তথ্য মন্ত্রণালয় থেকে তাকে বদলি করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নেয়া হয়। তিনি ১৯৬০ সালে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে প্রশাসনে ৭৮ জন সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিব রয়েছেন। ৩ লাখ টাকা জরিমানা গত জুলাই মাসে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক অভিযানে ১৩ শিল্প, ৪ বাণিজ্যিক, ৩ ক্যাপটিভ ও ৩৪.৪৪ কি.মি. অবৈধ গ্যাস পাইপলাইন এবং গ্যাস বিল বকেয়ার কারণে ৩১৮টি বৈধ চুলা, ৮ শিল্প, ১৩ বাণিজ্যিক, ৩ ক্যাপটিভ ও ১ সিএনজির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় তিন লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, অবৈধভাবে গ্যাস ব্যবহার/গ্যাস কারচুপি রোধকল্পে কোম্পানির বিশেষ পরিদর্শন/সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রমের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ লাইন অপসারণ/সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালিত হচ্ছে। -বিজ্ঞপ্তি
×