ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলনে জানালেন বাণিজ্যমন্ত্রী

বিনিয়োগ-বাণিজ্যে সুবিধা দেবে জাপান

প্রকাশিত: ০৬:২৬, ৩১ জুলাই ২০১৮

বিনিয়োগ-বাণিজ্যে সুবিধা দেবে জাপান

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগ-বাণিজ্যের ক্ষেত্রে জাপান সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এছাড়া এলডিসি থেকে বেরিয়ে আসার পরও দেশটিতে জিএসপি সুবিধায় সব ধরনের পণ্য রফতানির সুযোগ পাবে বাংলাদেশ। সম্প্রতি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জাপান সফরের সময় ওই দেশটির ইকোনমি, ট্রেড এ্যান্ড ইন্ডাস্ট্রি মন্ত্রী হিরোশিগে সেকো সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এছাড়া জাপানের সঙ্গে অন্যান্য বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত যেসব বিষয় সমঝোতা স্মারক ও বৈঠক হয়েছে সে বিষয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বাণিজ্যমন্ত্রী। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিকে বাংলাদেশ ভবিষ্যতে উন্নয়নশীল দেশে উন্নীত হলেও জাপান শুল্কছাড়সহ অন্যান্য বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেছেন হিরোশিগে সেকো। ওরই সময় তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিকসহ সব ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে। তিনি বলেন, বাংলাদেশ আশা করছে, উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরও জাপান বাংলাদেশকে দেয়া টেকনিকাল, লিগ্যাল, বাণিজ্য ক্ষেত্রে জিএসপি সুবিধা ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখবে। ২০১৬ সালে ঢাকায় হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলায় ৭ জাপানী নাগরিকের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার যে কোন সন্ত্রাসী ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ওই ঘটনার পর সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে এ জাতীয় আর কোন সন্ত্রাসী ঘটনা বাংলাদেশে ঘটেনি। জাপানের মন্ত্রী হিরোশিগে সেকো বলেন, ২০২৪ সালে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরও জাপান বাংলাদেশকে দেয়া বাণিজ্যি ক্ষেত্রে জিএসপি সুবিধা ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখবে। তোফায়েল ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা জানিয়ে বলেন, জাপানী বিনিয়োগকারীদের জন্য সেখানে স্থান বরাদ্দ দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ জাপানে রফতানি করেছে ১ হাজার ১২ দশমিক ৯৮ মিলিয়ন ডলার মূল্যের পণ্য, একই সময়ে আমদানি করেছে ১ হাজার ৮৩৩ দশমিক ৪০ মিলিয়ন ডলার মূল্যের পণ্য। বাণিজ্যমন্ত্রী বলেন, এ মুহূর্তে বাংলাদেশে জাপানের ৩১২টি কোম্পানি ব্যবসা করছে, এখানে প্রায় ৪২ হাজার জনবল কাজ করছে।
×