ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গত অর্থবছরে ডিএসই থেকে রাজস্ব কমেছে

প্রকাশিত: ০৬:৫৬, ৬ জুলাই ২০১৮

গত অর্থবছরে ডিএসই থেকে রাজস্ব কমেছে

সূচক ও লেনদেন কিছুটা কমায় সদ্যসমাপ্ত ২০১৭-১৮ অর্থবছরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আগের বছরের তুলনায় ৪ দশমিক ১৪ শতাংশ কমেছে। ৩০ জুন পর্যন্ত এক বছরে বিভিন্ন খাতে সরকারকে মোট ২৩৭ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব দিয়েছে ডিএসই। আগের হিসাব বছরে তা ছিল ২৪৭ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে ডিএসইর ব্রোকারেজ হাউজগুলোর সম্পাদিত লেনদেন থেকে সরকারের কোষাগারে জমা দেয়ার জন্য মোট রাজস্ব আদায় হয়েছে ১৫৯ কোটি ২ লাখ ৬০ হাজার টাকা। অন্যদিকে উদ্যোক্তা-পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে ৭৪ কোটি ১২ লাখ টাকা এবং শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি বাবদ ৪ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×