ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শেরপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৪৪, ৩০ মে ২০১৮

শেরপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৯ মে ॥ শেরপুরে নেশার টাকা না পেয়ে মাকে হত্যার চাঞ্চল্যকর মামলায় আবু বক্কর (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ এম.এ নূর আদালতে একমাত্র আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। আবু বক্কর শ্রীবরদী উপজেলার পূর্ব গিলাগাছা গ্রামের কৃষক শাহা আলীর ছেলে। রায় ঘোষণার পর আবু বক্করকে একেবারেই ভাবলেশহীন দেখা যায়। আদালতের ভারপ্রাপ্ত পিপি এডভোকেট অরুণ কুমার সিংহ রায় মামলার উদ্ধৃতি দিয়ে জানান, শ্রীবরদী উপজেলার পূর্ব গিলাগাছা গ্রামের আবু বক্কর নেশার টাকার জন্য প্রায়ই মা বানেছা খাতুন (৫৫)-কে অত্যাচার করাসহ ভয়-ভীতি দেখাত। ওই অবস্থায় ২০১৬ সালের ৫ জুন দুপুরে নেশার টাকা দাবি করে না পেয়ে আবু বক্কর বসতবাড়ির উঠানে নিজের একটি পুরাতন মোটরসাইকেল ভাঙতে থাকলে মা বানেছা তাতে বাধা দেয়। এতে আবু বক্কর ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লাঠি দ্বারা মা বানেছার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
×