ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯

আশুলিয়ায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ০৭:৩৩, ২৪ মে ২০১৮

আশুলিয়ায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৩ মে ॥ আশুলিয়ায় নোভা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারী ক্লিনিকে ভুল চিকিৎসায় রুহুল আমিন (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে গাজিরচটে এ ঘটনা ঘটে। মৃত শিক্ষকের পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন আগে লালমনিরহাটের কালিগঞ্জরে উত্তরদল গ্রামের আব্দুস সামাদের ছেলে রুহুল আমিন তার বোনের শ্রীপুরে ভাড়া বাসায় বেড়াতে আসেন। ২১ মে ওই শিক্ষকের প্রসাব-পায়খানা বন্ধ হয়ে যায়। বুধবার সকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে এক ভুয়া চিকিৎসকের মাধ্যমে তাকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। ভর্তির পরে তাকে ক্লিনিকের এক ডাক্তার স্যালাইন দেন। কিন্তু এতে অবস্থার অবনতি হলে তাকে শ^াসপ্রশ^াস নেয়ার জন্য গ্যাস দেয়া হলে বিকেলে তার মৃত্যু হয়। এদিকে, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে অভিযোগ করলে ক্লিনিক কর্তৃপক্ষ মৃত ব্যক্তির পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ থানায় নিয়ে আসে। মাদ্রাসা শিক্ষকের স্ত্রী সাহেরা বেগম বলেন, ক্লিনিকে ভুল চিকিৎসায় আমার স্বামীর মৃত্যু হলো। আমি ক্লিনিক কর্তৃপক্ষের বিচার চাই। পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অপহৃত মাদ্রাসা ছাত্রী প্রায় দেড় মাস পর উদ্ধার ॥ অপহরণের এক মাস ১২ দিন পরে কণিকা আক্তার মিম (১২) নামে এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে গাজিরচটের একটি বাড়ি থেকে উদ্ধার ও অপহরণকারী সবুজ মিয়াকে আটক করে পুলিশ। জানা গেছে, ১১ মার্চ ওই ছাত্রীকে অপহরণ করে পোশাক কারখানার শ্রমিক সবুজ। পরে ছাত্রীর পরিবার আশুলিয়া থানায় অভিযোগ করলে সন্ধ্যায় একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে উদ্ধার ও সবুজকে আটক করে থানায় নিয়ে আসে।

শীর্ষ সংবাদ:

দেশের ৭ বিভাগে হতে পারে ঝড়-বৃষ্টি
দেশে কোনো পণ্য সংকটের শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
১৭ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব
মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের দোসর ছিলো জিয়া :ড. হাছান মাহমুদ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
চোখে মুখে একটাই স্বপ্নছিল দেশটাকে স্বাধীন করা : শিক্ষামন্ত্রী
গুগল ডুডলে স্বাধীনতা দিবস
দেশে এখন স্বাধীনতা-গণতন্ত্র নেই :মির্জা ফখরুল ইসলাম আলমগীর
স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছে তারাই এখন ক্ষমতায় যেতে মরিয়া :জাহিদ মালেক
গুলিস্তান বিস্ফোরণে ১৯ দিন পর আরও একজনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ২৬
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
রমজান মাসে একবারের বেশি ওমরাহ করা যাবে না
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে নিহত ১৯
পশ্চিমা মিত্ররা আরও অস্ত্র না পাঠালে রাশিয়ায় পাল্টা হামলা করা যাবে না :প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি