ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাশরাফি, সাকিবদের কোচ খুঁজবেন কারস্টেন!

প্রকাশিত: ০৬:৩৪, ১৬ মে ২০১৮

মাশরাফি, সাকিবদের কোচ খুঁজবেন কারস্টেন!

স্পোর্টস রিপোর্টার ॥ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর আইপিএল পর্ব শেষ হতেই বাংলাদেশে আসবেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান গ্যারি কারস্টেন। ভারতকে বিশ্বকাপ জেতানো এ কোচ এখন ব্যাঙ্গালুরুর কোচ হয়ে আছেন ভারতে। আগামী সপ্তাহেই বাংলাদেশ জাতীয় দলের পরামর্শক হিসেবে বাংলাদেশে পা রাখবেন কারস্টেন। বাংলাদেশে পা রেখে মাশরাফি, সাকিবদের কোচ খুঁজবেন কারস্টেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কথাতে সেই ইঙ্গিতই মিলেছে। তিনি বলেছেন, ‘এই মাসের মধ্যেই বিশেষ কিছু জানতে পারবেন। কারস্টেন আসলে জানতে চায় আমাদের জন্য কি ধরনের কোচ দরকার। জাতীয় দল, একাডেমির জন্য কি কোচ দরকার, প্রধান কোচ কেমন হওয়া উচিত, এসব বিষয়গুলোর ওপর ধারণা নিয়ে সে (কারস্টেন) একজনকে খুঁজে বের করতে চায়।’ বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে পর্ব শেষ হওয়ার পর থেকেই প্রধান কোচ নিয়োগ দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু আইপিএল, বিগব্যাশ, সিপিএল, ফ্রেন্ডস লাইফ টি২০ যুগে দীর্ঘমেয়াদে কোন কোচ মিলছে না। বিসিবি চায় যে করেই হোক দীর্ঘমেয়াদে দলের সঙ্গে কোচকে থাকতে হবে। কিন্তু তা পাওয়া যাচ্ছে না। আর তাই কোচ নিয়োগে দেরিও হচ্ছে। ছয় মাসের বেশি সময় হয়ে গেছে কোচ নিয়োগ দেয়া যাচ্ছে না। কোচ নিয়োগে বিসিবিকে সহযোগিতা করবেন কারস্টেন। দলের পরামর্শক হিসেবেই আসবেন কারস্টেন। কারস্টেনের আসা নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘সে (গ্যারি কারস্টেন) একটা পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের কোচ কি ধরনের হলে ভাল হয় সেটা তার (কারস্টেন) মতো করে করছে। খেলোয়াড়দের ইন্টারভিউ করছে, কোচিং স্টাফদের সঙ্গে, আমার সঙ্গে কথা বলছে।’ কারস্টেনের বাংলাদেশে আগমন নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এখন নির্ভর করছে আইপিএলের কি হয়। এখন যে অবস্থা (ব্যাঙ্গালুরুর) তাতে ২০-২২ তারিখে চলে আসার কথা। তবে এখান থেকে যদি কিছু ওলট-পালট হয় তাহলে হয়তো দু’একদিন পেছাতে পারে।’ প্রশ্ন উঠে যায়, তাহলে কী বাংলাদেশের কোচ কারস্টেনই ফাইনাল করবে? বিসিবি সভাপতি বলেছেন, ‘না না, সে তার প্রস্তাব দেবে। তার কাছে কিছু লিস্ট রয়েছে। আমাদের লিস্টটা নিয়ে এবং তার লিস্টটা মিলিয়ে আমাদের কাছে একটি প্রেজেন্টেশন দেবে। তারপর আমরা ফাইনাল করব। আমাদের জন্য সেটা সুবিধা হবে।’ স্বাভাবিকভাবেই ফাইনাল করবে বিসিবি। কিন্তু কোচ নিয়োগের ক্ষেত্রে কারস্টেনের পরামর্শই কী শেষ কথা হবে না? বিসিবি কোচদের একটা সংক্ষিপ্ত তালিকা করেছে। আগের তালিকা বাদ। নতুন তালিকা করা হয়েছে। তিনজনের তালিকা হয়েছে। এর সঙ্গে কারস্টেনও নিজে থেকে একটি তালিকা করেছেন। বিসিবি ও কারস্টেনের তালিকা মিলিয়ে যাকে নিয়োগ দিলে ভাল হবে, বিসিবি তাকেই দেবে। বিসিবি সভাপতি পাপন এ নিয়ে জানিয়েছেন, ‘ওই লিস্টটা (আগের) এখন আর নেই। এখন ফ্রেশ লিস্ট। তবে আগেও তারা লিস্টে ছিল। বড় সমস্যাটা হচ্ছে বেশিরভাগ কোচই ফুলটাইম থাকতে রাজি নয়। আমরা এখন যে তিনজনের শর্ট লিস্ট করেছি তারা সবাই ফুল টাইমের জন্যই।’ সঙ্গে যোগ করেন, ‘শর্ট লিস্টে কারা আছে, সেটা এখন বলা যাবে না। তারা সবাই কোথাও না কোথাও আছেন। কাজেই পরে যদি না হয় তাহলে।’ আফগানিস্তানের আগে কোচ নিয়োগ হচ্ছে না, তা নিশ্চিতই বলা যায়। তবে বিসিবি চেষ্টা করছে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে কোচ নিয়োগ দিতে। বিসিবি সভাপতিই যেমন বলেছেন, ‘হওয়া উচিত (ওয়েস্ট ইন্ডিজের আগে)। না হওয়ার কথা নয়। কিন্তু কিছুই তো বলা যায় না। এর আগে তো একটা আমরা ফাইনাল করেই ফেলেছিলাম। শেষ মুহূর্তে এসে বলল পরিবার রাজি হচ্ছে না। সুতরাং না আসা পর্যন্ত তো কিছুই বলা যাচ্ছে না। এ কারণে আমাদেরও কিছু সময় নষ্ট হয়েছে।’ সঙ্গে তালিকায় থাকা তিনজনের কোন সমস্যা নেই বলেও জানান, ‘এই তিনজনের কোন বাধা নেই। এরা হলো বাধা ছাড়া। এখন কাকে নিতে হবে সেটা আমরাই সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু আমরা চিন্তা করছি, একজন এক্সপার্টের মতামত নিলে আমাদের জন্য ভাল হয়।’ প্রশ্ন আবার উঠল, তার মানে এক্সপার্টের মতামতের ওপর ভিত্তি করেই কোচ নেয়া হবে? বিসিবি সভাপতি তখন কারস্টেন যে কোচ খুঁজে বের করতে চায়, তা বলেছেন। সঙ্গে এও জানিয়েছেন, ‘ও (কারস্টেন) এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে।’ তবে ভারতে কারস্টেন দলের সঙ্গে যাবেন না। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে যে কোচ পাওয়া অস্বাভাবিক, তাও জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি, ‘আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে কোচ পাওয়াটা অস্বাভাবিক। কাজেই এটা হবে না। তবে আশা করছি ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে কোচ নিয়োগ দিতে।’ অস্ট্রেলিয়া সিরিজটা বাদ হয়ে যাওয়াও হতাশা ঝরেছে বিসিবি সভাপতির কণ্ঠেও, ‘তা (হতাশ) তো নিশ্চয়ই। ওরা যখন না করেছিল, ওরা যখন বলেছিলা টেস্ট খেলবে নাÑ তখন আমরা পাল্টা প্রস্তাব দিয়েছিলাম। ওয়ানডে ও টি২০ খেলার জন্য। সর্বশেষ সভায় যখন গিয়েছিলাম তখন দেখেছি সবকিছু ঠিক আছে। হঠাৎ করেই স্টেটমেন্ট দেখে বুঝলাম তারা এখন আমাদের সঙ্গে খেলছে না। অফিসিয়ালি এ নিয়ে আমাদের সঙ্গে কোন যোগাযোগ করেনি তারা।’ তবে অস্ট্রেলিয়ার সঙ্গে যে আগস্টে সিরিজ হওয়ার কথা, সেই সময়টায় অন্য কারও সঙ্গে সিরিজ খেলা যায় কিনা, সেই ভাবনাও চলছে। এক্ষেত্রে ইনজুরি চিন্তাও আবার মাথায় কাজ করছে বিসিবি সভাপতির, ‘চিন্তা-ভাবনা (সিরিজের) করছি। আমাদের টানা খেলা সামনে। ইনজুরির প্রবণতা বেশি আমাদের। বেশি খেলা হলে ইনজুরির প্রবণতাও বেশি থাকবে।’
×