ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হাতি পাচার রোধে সশস্ত্র নারী গ্রুপ

প্রকাশিত: ০৫:৩৩, ১৪ মে ২০১৮

 হাতি পাচার রোধে  সশস্ত্র নারী গ্রুপ

আফ্রিকার দেশ জিম্বাবুইয়েতে হাতি পাচার রোধ করার জন্য নারীদের একটা গ্রুপ কাজ করছে। রীতিমতো অস্ত্র প্রশিক্ষণ নিয়ে তারা এই কাজে নেমেছে। গেরিলা যোদ্ধার সাজে এক নারী। হাতে অস্ত্র। কঠোর তার চোখ-মুখ। চোখের দৃষ্টি সুনির্দিষ্ট। এই নারী বলছেন, যদি আমাদের প্রাণীদের সঙ্গে খারাপ কিছু কর, তাহলে আমি অবশ্যই তোমাকে ধরে ফেলব। ‘আকাশিংগা’ গোষ্ঠীর নারীদের এই দল পশু পাচারকারীদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করছে। জিম্বাবুইয়ের লোয়ার জ্যামনেজি ভ্যালি। নারীরা গেরিলাদের মতো পোশাক পরছে, মুখে কালি মেখে, নিজেদের অস্ত্রগুলো প্রস্তুত করে নিচ্ছে। আকাশিংগা আফ্রিকার একমাত্র অস্ত্রধারী নারী গ্রুপ যারা কিনা পশু পাচারের বিরুদ্ধ কাজ করছে। রাতের আঁধারে একটি গাড়িতে চরে শুরু করল তাদের মিশন। সঙ্গে ইন্টারন্যাশনাল এ্যান্টি পোচিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ডামিয়েন মানদের। মানদের বলছিলেন, ঐতিহাসিকভাবে যেটা হয়ে এসেছে, সেটা হলো সারা দেশ থেকে রেঞ্জার নিয়ে এসে এই এলাকা রক্ষার কাজ করা হতো কিন্তু এর ব্যতিক্রম হয়েছে। কিন্তু কেন? তিনি বলছিলেন ‘নারীরা আসলে দুর্নীতিগ্রস্ত নয়, সে কারণে তাদের নিয়োগ দেয়া হয়েছে। এক নারী রেঞ্জার বলছিলেন, এটা আসলেই একটা কঠিন কাজ। কারণ রাতের আঁধারে যখন আপনি মানুষটাকে ধরবেন; পরে আবিষ্কার করবেন সে আপনার গ্রামের একজন কিংবা পাশের গ্রামে থাকে। কিন্তু আমাদের কথা হলো তুমি আমার প্রতিবেশী হও কিংবা আত্মীয় হওনা কেন, তাতে কিছু যায় -আসে না। -বিবিসি
×