ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রীষ্মে ঘরের মাঠে ব্যস্ত সূচী দ. আফ্রিকার

প্রকাশিত: ০৭:০১, ২৪ এপ্রিল ২০১৮

গ্রীষ্মে ঘরের মাঠে ব্যস্ত সূচী দ. আফ্রিকার

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৮-১৯ গ্রীষ্মে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল নিজ মাঠে পাকিস্তানের বিপক্ষে তিনটি ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলবে। এছাড়া পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুইয়ের বিপক্ষে ১৩ ওয়ানডে ও ৯ টি২০ ম্যাচও আয়োজন করবে প্রোটিয়ারা। সবার আগে জিম্বাবুইয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ মৌসুম শুরু হবে। ২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবার দক্ষিণ আফ্রিকা সফরে ডিসেম্বর-জানুয়ারিতে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। কেপ টাউনে প্রথম টেস্ট শুরু ২৬ ডিসেম্বর। প্রথাগত নিউ ইয়ার টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি। তৃতীয় টেস্ট শুরু ১১ জানুয়ারি জোহানেসবার্গে। টেস্ট সিরিজের পর পাঁচটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ খেলবে পাকিস্তান। ফেব্রুয়ারি মাসে ডারবান ও পোর্ট এলিজাবেথে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারী শ্রীলঙ্কা। এরপর পাঁচ ওয়ানডে ও তিন টি২০ ম্যাচের সিরিজ খেলবে উপমহাদেশের দলটি। তবে সবার আগে ছোট ক্রিকেট ভেন্যুগুলোতে তিন ওয়ানডে ও তিন টি২০ খেলবে দুর্বল জিম্বাবুইয়ে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএ) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী থাবাঙ্গ মোরোয়ে বলেন, ‘আসন্ন মৌসুমে ১৩ ওয়ানডে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে।’ ফরিদপুরে আরচারি প্রতিভা অন্বেষণ স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায়, সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার শেখ জামাল স্টেডিয়ামে ‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্টের আওতায় ‘তীর আরচারি প্রতিভা অন্বেষণ কর্মসূচীর-২০১৮’ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ জামাল পাশা, বাংলাদেশ আরচারি ফেডারেশনের কোষাধ্যক্ষ হামিদা বেগম। অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান সিটি গ্রুপের সিনিয়র ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়াত আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএমএ আহসান তুহিন। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ আরচারি ফেডারেশন ও ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথি, প্রশিক্ষণার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×