ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈদগাহর মিনার ভেঙ্গে শ্রমিক নিহত

প্রকাশিত: ০৬:৪৮, ২২ এপ্রিল ২০১৮

ঈদগাহর মিনার ভেঙ্গে শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২১ এপ্রিল ॥ শনিবার সকাল ৮টায় পতœীতলায় ঈদগাহর মিনার ভেঙ্গে গয়ের আলী ওরফে ফারুক হোসেন (৬০) নামে এক কর্মসৃজনের শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক উপজেলার অর্জুনপুর (ভাবুক) গ্রামের মৃত আজগর আলীর পুত্র বলে জানা গেছে। উপজেলার ফোকন্দা দিঘীপাড়ার ঈদগাহ মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরতী (৪৫) নামে অপর কর্মসৃজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ফোকন্দা দিঘীপাড়ার ঈদগাহে প্রায় ৪০ দিনের কর্মসৃজনের ৩৫/৪০ জন শ্রমিক দিয়ে মেরামতের কাজ চলছিল। হঠাৎ ঈদগাহর মিনার ভেঙ্গে নির্মাণ শ্রমিক গয়ের আলী ও আরতীর ওপর পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা মিনারের নিচ থেকে আহত অবস্থায় আরতীকে বের করতে পারলেও গয়ের আলী সেখানেই মারা যান। সেখান থেকে আরতীকে সাপাহার সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। নির্মইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শনসহ নিহত/আহত পরিবারের মাঝে ইউপি পরিষদ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ভিত্তিপ্রস্তর উদ্বোধন স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে এই প্রথম ও বৃহৎ পাঁচতলা বিশিষ্ট জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে বহরপুরে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে পাঁচ শতাধিক মুসল্লির এক সঙ্গে নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদটি নির্মাণ করা হচ্ছে। এ উপলক্ষে বহরপুর দারুচ্ছুন্নাহ মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা চত্ব¡রে উদ্বোধনী সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করেন ও বক্তব্য দেন, মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি, মেগা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি প্রকৌশলী আঃ আলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলার ভারপ্রাপ্ত ডিআর মসজিদ নির্মাণ কমিটির সভাপতি ইব্রাহিম আলী প্রমুখ। পরিচ্ছন্নতা অভিযান স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এলাকার থানা কম্পাউন্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে মহানগর পুলিশ। শনিবার সকালে ‘পরিচ্ছন্ন কর্মসূচী’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএমপি কমিশনার মাহাবুবর রহমান। তিনি নিজেও পরিচ্ছন্নতায় অংশ নেন। কর্মসূচীর আওতায় সকাল থেকে আরএমপি সদর দফতরসহ পুলিশ লাইন, ডিসি অফিস, ১২টি থানা, ট্রাফিক অফিস, ডিবি অফিস, পুলিশ ফাঁড়িসমূহে কর্মসূচী একযোগে পালন করে আরএমপি’র সকল ইউনিট। এ সময় কমিশনার আরএমপি’র সকল ইউনিট ইনচার্জকে নিজ নিজ অফিস প্রাঙ্গণ সব সময় পরিচ্ছন্ন রাখার জন্য নির্দেশনা দেন। তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে শুধু অফিস প্রাঙ্গণ নয়, নিজ নিজ আবাসস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্যও আরএমপি’র পুলিশ সদস্যদের পরামর্শ দেন।
×