ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রেডি প্লেয়ার ওয়ান নিয়ে স্পিলবার্গ

প্রকাশিত: ০৬:৪৩, ৫ এপ্রিল ২০১৮

রেডি প্লেয়ার ওয়ান নিয়ে স্পিলবার্গ

স্পিলবার্গ মানেই চমক, নতুন কিছু। বিশ্বজুড়ে লাখো কোটি ভক্ত অধীর আগ্রহে অপেক্ষায় থাকে তার নতুন ছবির। সব অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি হাজির হয়েছেন তার নতুন ছবি রেডি প্লেয়ার ওয়ান নিয়ে। আর্নেস্ট ক্লেইনের ২০১১তে প্রকাশিত বেস্ট সেলার রেডি প্লেয়ার ওয়ান অবলম্বনে নির্মিত। এবারে ক্লেইনের সঙ্গে ছিলেন জ্যাক পেন। ছবিতে আছেন টাই শেরিডান, ওলিভিয়া কোকে। বেন মেনডেলসান, লেনা ওয়েথ সিমন পেগ ও সার্ক রেইলেনসের মতো তারকারা। মার্চ ১১, ২০১৮তে ছবির প্রিমিয়ার হয় সাউথ বাই সাউথ ওয়েস্টে। ওয়ার্নার ব্রুস পিকচার ছবিটি যুক্তরাষ্ট্রজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েছে মার্চ ২৯, ২০১৮। মুক্তির পর ১৮১ মিলিয়ন ডলার ব্যবসা নিয়ে ছবিটি উঠে এসেছে এ বছর মুক্তিপ্রাপ্ত ব্যবসা সফল ছবির দশ নম্বরে। গতিশীল নির্মাণের জন্য ছবিটি যেমন সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে তেমনি চরিত্রের স্বল্পতা ও পপ কালচারে ফিরে পাওয়ার প্রবণতায় সমালোচিত হয়েছে। ছবির স্বত্বের জন্য বইটি প্রকাশের পূর্বেই ওয়ার্নার ব্রুস ও ডি লেইন পিকচার ২০১০-এ নিলাম জিতে নেয়। ক্লেইনকে স্রিপট রচনার জন্য বলা হয় কথা ছিল প্রযোজনা করবেন ডোনাল্ড ডি লেইন ও ড্যান ফারাহ। ক্লেইনের স্রিপেট আরও কাজ করেন এরিক এসন ও জ্যাক পেন। পরিচালনায় যুক্ত হন স্টিভেন স্পিলবার্গ। ২০১১-এর শেষে মুক্তিপ্রাপ্ত ‘দ্য এ্যাডভেঞ্জার অব টিনটিন’- এর পর এটিই স্পিলবার্গের প্রথম এ্যাকশন ফান্টাসি ছবি। ২০১৫-১৬-এর মাঝামাঝি পর্যন্ত ছবির অভিনেতা-অভিনেত্রীর চূড়ান্ত নির্বাচন করা হয়। ছবির নির্মাণ শুরু ২০১৬-এর জুলাই মাসে। ছবির ভিসুয়াল এ্যাকেক্টের জন্য স্পিলবার্গ সপ্তাহে তিন দিন, তিন ঘণ্টা করে কাজ করেছেন। ইন্ডাস্ট্রিয়াল লাইট এ্যান্ড মিউজিক (আইএলএম)-এর সঙ্গে। স্পিলবার্গের মতে, ‘সেভিং প্রাইভেট রায়ানের পর এই ছবি ছিল আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ ছবির গল্প আগামী দিনের। ২০৪৫ সাল, বস্তির শত ঘিঞ্জি শহরে মানুষের জীবনযাপন। নিঃসঙ্গতা থেকে বাঁচতে মানুষ আশ্রয় নেয় ভার্চুয়াল জগতে। ওয়ার্ল্ড অব ওয়েসিসে তার মতে উঠে নানাবিধ কাজকর্মে শিক্ষায়, খেলায়, সেখানে তারা খুঁজে পায় ‘এলোরাকস কোয়েস্ট’ যা লুকানো ওয়েসিমে। এমন একটি খেলা যা নির্মাণ করেছেন ওয়েমি নির্মাতা পরলোকগত জেমস হ্যাডলি স্বয়ং। প্রথম যিনি এলোরাকস কোয়েস্টে ইস্টার এটা খুঁজে পাবেন তার জন্য রয়েছে ওয়েসিসের মালিকানাসহ আরও পুরস্কার। তাই এটি হয়ে দাঁড়ায় গান্টার (এগ হান্টার)দের আকর্ষণের কেন্দ্র। এরপর গল্প এগিয়েছে তার নিজস্ব গতিতে। ছবির সঙ্গীত পরিচালনায় প্রথমে জন ইউলিয়ামসের নাম আসলেও পরবর্তীতে যোগ দেন এলান সিলেভেস্ট্রি। সঙ্গীত অফিসিয়াল রিলিজ হয় ৩০ মার্চ, ২০১৮ ওয়াটার টাওয়ার মিউজিকের ব্যানারে।
×