ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সন্জীদা খাতুনের সংবর্ধনা আজ

প্রকাশিত: ০৬:৪৬, ৩ এপ্রিল ২০১৮

সন্জীদা খাতুনের সংবর্ধনা আজ

স্টাফ রিপোর্টার ॥ অশুভের বিরুদ্ধে কল্যাণের কথা উচ্চারণ করে চলেছেন যিনি জীবনভর। মানবিক ও মুক্ত সমাজ বিনির্মাণে রেখে চলেছেন অনন্য ভূমিকা। সংস্কৃতিকে সঙ্গী করে দীর্ঘ পথ হেঁটেছেন সম্প্রীতির পথে। সুরকে হাতিয়ার করে আজও লড়াই করছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। সম্প্রীতি ও প্রগতির দেশ গড়ার স্বপ্ন নিয়ে কেটে যায় তার প্রতিটি দিন। তিনি হলেন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের সভাপতি ড. সন্্জীদা খাতুন। আগামীকাল বুধবার এই রবীন্দ্র গবেষক, সঙ্গীতজ্ঞ, সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ও লেখিকার ৮৫তম জন্মবার্ষিকী। ১৯৩৩ সালের ৪ এপ্রিল তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। এই সংস্কৃতিজনের ৮৫তম জন্মবর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি। বিকেল সাড়ে ৪টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে তাকে সংবর্ধনা দেয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ বিশিষ্টজনরা। অনুষ্ঠানে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করবেন দেশের খ্যাতিমান শিল্পীরা।
×