ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বগুড়ায় পাসপোর্ট কর্মকর্তাকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৪:৩৮, ৩০ মার্চ ২০১৮

বগুড়ায় পাসপোর্ট  কর্মকর্তাকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বৃহস্পতিবার দুর্বৃত্তের রাম দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাহজাহান কবির। দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। জরুরী অপারেশনের পর চিকিৎসকরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত। তবে অল্পের জন্য বেঁচে গেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা দেড়টার দিকে তিনি গোহাইল রোডের ধারে তার অফিস থেকে বের হয়ে রিক্সাযোগে শাকপালার দিকে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর একই সড়কের ধারে বন বিভাগের অফিসের সামনে অস্ত্রধারী দুর্বৃত্তরা রিক্সার গতিরোধ করে তার ওপর চড়াও হয়। এ সময় তিনি চিৎকার দিয়ে নেমে বন বিভাগের অফিসের ভিতরে প্রবেশের সঙ্গেই দুর্বৃত্তরা রাম দা দিয়ে তার ওপর হামলা চালায়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পরই লোকজন গিয়ে সহকারী পরিচালককে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠায়। জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী হাসপাতালে তাকে দেখতে যান। অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, দুর্বৃত্তদের গ্রেফতার পুলিশ মাঠে নেমেছে। স্থানীয়রা জানান, দিন কয়েক আগে ওই এলাকার পৌর কাউন্সিলর মোস্তাকিমের সঙ্গে অফিসের ভিতরে তার বাগবিত-া হয়। তিনি সহকারী পরিচালককে শাসিয়ে আসেন। আরেক সূত্র জানায়, সহকারী পরিচালক মোঃ সাহজাহান কবির দেড় বছর আগে যোগদান করার পর হতেই বগুড়া পাসপোর্ট অফিসকে দালালমুক্ত করেন। দুর্নীতিমুক্ত করতে তিনি বেশ কিছু পদক্ষেপ নেন। সাধারণ লোকজন যাতে পাসপোর্ট পেতে হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা নেন তিনি। এ কারণে একটি শ্রেণী তার ওপর নাখোশ ছিল। অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যায় তাকে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়।
×