ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্রো-টেইলরকে ছাড়িয়ে উইলিয়ামসন

প্রকাশিত: ০৬:৫৯, ২৪ মার্চ ২০১৮

ক্রো-টেইলরকে ছাড়িয়ে উইলিয়ামসন

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড তো বটেই, অধুনিক ক্রিকেটেরই অন্যতম সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, জো রুটের সঙ্গে উচ্চারিত হয় তার নাম। অকল্যান্ডে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে নতুন উচ্চতায় পা রাখলেন সেই কিউই অধিনায়ক। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ১৮টি টেস্ট সেঞ্চুরির মালিক এখন তিনিই। সুপার উইলিযামসন ছাড়িয়ে গেছেন সতীর্থ রস টেইলর ও গ্রেট মার্টিন ক্রো’কে। সাদা পোশাকে দু’জনেরই সেঞ্চুরি সমান ১৭টি করে। বৃষ্টির কারণে দ্বিতীয়দিনে খেলা হয়েছে মাত্র ২৩.১ ওভার। রেকর্ডগড়া সেঞ্চুরির পরপরই আউট হয়ে গেছেন উইলিয়ামসন (১০২)। ৪ উইকেটে দলের সংগ্রহ ২২৯। প্রথমদিনে প্রথম ইনিংসে মাত্র ৫৮ রানে অলআউটের লজ্জায় পড়ে সফরকারী ইংল্যান্ড। সবমিলিয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের এ পর্যায়ে ১৭১ রানে এগিয়ে কিউইরা। শুক্রবার ৯১ রানে অপরাজিত থেকে দ্বিতীয়দিন শুরু করেছিলেন উইলিয়ামসন। দিনের নবম ওভারে জেমস এ্যান্ডারসনের বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি স্পর্শ করেন ১৯৬ বলে। ১৭ সেঞ্চুরি নিয়ে নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড অনেকদিন ধরেই ছিল গ্রেট মার্টিন ক্রো’র দখলে। পরে সেই রেকর্ড স্পর্শ করেন বর্তমান দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য রস টেইলর ও উইলিয়ামসন। অকল্যান্ডে কাল ১৮তম সেঞ্চুরিতে এককভাবে শীর্ষে উঠে রেকর্ড গড়লেন উইলিয়ামসন। অধিনায়কের কীর্তিময় সেঞ্চুরির পরের ওভারেই বৃষ্টিতে বন্ধ হয় খেলা। সোয়া একঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয় আবার। ১০২ রানে উইলিয়ামসনকে ফিরিয়ে দেন এ্যান্ডারসন। এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ২২০ বলের ইনিংসে ১১টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন ব্ল্যাকক্যাপস অধিনায়ক। বয়স মাত্র ২৭। ২০১০ সালে অভিষেক। সাড়ে সাত বছরের ক্যারিয়ারে ৬৪ টেস্টের ১১৪ ইনিংসে ৫১.১১ গড়ে উইলিয়ামসনের মোট রান ৫৩১৬। সর্বোচ্চ অপরাজিত ২৪২। বল হাতে অফস্পিনে নিয়েছেন ২৯ উইকেট। উইলিয়ামসন ফেরার পর মেঘলা আবহাওয়ায় ইংলিশ পেসারদের বিপক্ষে দারুণ দৃঢ়তা দেখিয়েছেন হেনরি নিকোলস। অফস্টাম্পের বাইরের বলগুলো খেলার চেষ্টাই করেননি তিনি। কিন্তু ভুল জায়গায় পড়া বলগুলোর সদ্ব্যবহার করতে কার্পণ্য করেননি কিউই এই ব্যাটসম্যান। ১৪৩ বলে ৩ বাউন্ডারিতে দিনশেষে তিনি অপরাজিত আছেন ৪৯ রানে। ডে-নাইট টেস্টে গোলাপী বলে স্টুয়ার্ট ব্রড-এ্যান্ডারসনের সুইং বোলিংয়ের চ্যালেঞ্জ দারুণভাবে সামলেছেন নিকোলস। চোট কাটিয়ে এক বছর পর টেস্ট খেলতে নামা বিজে ওয়াটলিং (২০ বলে ১৭*) উইকেটে গিয়ে খেলেন সহজাত কয়েকটি শট। দুর্দান্ত টেকনিক ও টেম্পারামেন্টের প্রমাণ রেখে টিকে থাকেন উইকেটে। তবে এই লড়াই খুব বেশি লম্বা হতে দেয়নি বৃষ্টি। থেমে থেমে পড়েছে পরের পুরো সময়টাই। স্থানীয় সময় রাত ৯টায় আসে দিনের খেলা শেষের ঘোষণা। চার উইকেটের তিনটিই নিয়েছেন এ্যান্ডারসন। আর প্রথম ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ২০.৪ ওভারে ৫৮ রানে গুঁড়িয়ে দেয়ার পথে তুখোড় বোল্ট একাই নিয়েছেন ৬ উইকেট, বাকি চারটি গেছে আরেক পেসার টিম সাউদির ঝুলিতে। আর কারও বল করার প্রয়োজন হয়নি। স্কোর ॥ ইংল্যান্ড প্রথম ইনিংস ॥ ৫৮/১০ (২০.৪ ওভার; কুক ৫, স্টোনম্যান ১১, রুট ০, মালান ২, স্টোকস ০, বেয়ারস্টো ০, মঈন ০, ওকস ৫, ওভারটন ৩৩*, ব্রড ০, এ্যান্ডারসন ১; বোল্ট ৬/৩২, সাউদি ৪/২৫)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস ॥ ২২৯/৪ (৯২.১ ওভার; আগেরদিন ১৭৫/৩; রাভাল ৩, লাথাম ২৬, উইলিয়ামসন ১০২, টেইলর ২০, নিকোলস ৪৯*, ওয়াটলিং ১৭*; এ্যান্ডারসন ৩/৫৩, ব্রড ১/৩৭, ওভারটন ০/৪৩, ওকস ০/৫৫, মঈন ০/৩৪)। ** দ্বিতীয়দিন শেষে
×