ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ায় দাবানলে বিস্তীর্ণ এলাকার ঝোপঝাড় ভস্মীভূত

প্রকাশিত: ০৪:২১, ১৯ মার্চ ২০১৮

অস্ট্রেলিয়ায় দাবানলে বিস্তীর্ণ এলাকার ঝোপঝাড় ভস্মীভূত

অস্ট্রেলিয়ায় প্রচ- গরম ও ঝড়ো আবহাওয়ায় রবিবার ভয়াবহ দাবানলে বিস্তীর্ণ এলাকার ঝোপঝাড় ও ঘাস পুড়ে ধ্বংস হয়ে গেছে এবং বহু গবাদী পশু মারা গেছে। স্থানীয়রা অন্যত্র চলে গেছে। শনিবার পশ্চিম ও দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ভিক্টোরিয়া রাজ্যে বেশ কয়েকটি দাবানয় শুরু হয়। রবিবার বাতাসের গতি পরিবর্তন হলে পরিস্থিতির অবনতি ঘটে। এএফপি। ভিক্টোরিয়ার জরুরী ব্যবস্থাপনা কমিশনার ক্রেইগ লাপসলি রবিবার সাংবাদিকদের বলেন, দাবানলে প্রায় ৪০ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক শ’ গবাদিপশু মারা যাবে। তিনি আরও বলেন, এই ঘটনায় ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িগুলো ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, ‘বড় ধরনের দাবানল জ্বলছে। ভারতে সড়ক দুর্ঘটনায় হতাহত ৭ ভারতের রাজধানী নয়াদিল্লীর কাছে রবিবার এক সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত ও অপর চারজন আহত হয়েছে। একটি এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। সিনহুয়া। একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) গাড়ি দিল্লী থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের যমুনা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। গাড়িতে অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সের ছয় চিকিৎসক ছিলেন। দুর্ঘটনায় তিন চিকিৎসক নিহত হয়েছে এবং অপর তিন চিকিৎসক ও গাড়ির চালক আহত হয়েছে। আহতদের তাদের নিজ হাসপাতালে পাঠানো হয়েছে।
×