ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ যুব গেমস ২৮ পদকের নিষ্পত্তি আজ

প্রকাশিত: ০৬:৫৬, ১১ মার্চ ২০১৮

বাংলাদেশ যুব গেমস ২৮ পদকের নিষ্পত্তি আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ যুব গেমসের পদক লড়াই আজ রবিরার থেকে জমে উঠতে শুরু করবে। ১১১৪ পদকের জন্য লড়বেন ২৬২০ ক্রীড়াবিদ। সেই লড়াইয়ের ২৮ ইভেন্টেরই ফয়সালা হতে যাচ্ছে রবিবার। তৃণমূল থেকে উঠে আসা কোন ক্রীড়াবিদরা পদকে চুমু খাবেন, সেটাই এখন দেখার বিষয়। রবিবার তরুণ ও তরুণীদের মধ্যে চারটি ডিসিপ্লিনের পদক নিষ্পত্তি হচ্ছে। এগুলো হচ্ছে শূটিং, সাঁতার, জুডো ও টেবিল-টেনিস। শূটিংয়ের ইভেন্টগুলোর মধ্যে রয়েছে তরুণ ও তরুণী বিভাগে ১৭৭ ওপেন সাইট এয়ার রাইফেল, তরুণ-তরুণী বিভাগে ১৭৭ ওপেন এয়ার রাইফেল, তরুণ-তরুণী বিভাগে এয়ার পিস্তল। সাঁতার ডিসিপ্লিনে তরুণ ও তরুণীদের মধ্যে মোট ৮টি ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হচ্ছে : ৫০ মিটার ফ্রি স্টাইল, ৫০ মিটার ব্যাক স্ট্রোক, ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ও ১০০ মিটার ফ্রি স্টাইল। জুডো ডিসিপ্লিনে সবচেয়ে বেশি ইভেন্টের ফাইনাল নিষ্পত্তি হচ্ছে। তরুণ ইভেন্ট : -৪৫, -৫০, -৫৫, -৬০, -৬৬, -৭৩ কেজি। তরুণী ইভেন্ট : -৪৪, -৪৮, -৫২, -৫৭। তরুণী ইভেন্ট -৪৪, -৪৮, -৫২, -৫৭ কেজি। টেবিল টেনিসের চারটি ইভেন্টের পদক নিষ্পত্তি হয়ে যাচ্ছে। তরুণ একক, তরুণী একক, তরুণ দলগত, তরুণী দলগত। এদিন আরও অনেকগুলো ডিসিপ্লিনের খেলা অনুষ্ঠিত হবে। ডিসিপ্লিনগুলো হচ্ছে : উশু, রেসলিং, বাস্কেটবল, স্কোয়াশ, তায়কোয়ানদো, হ্যান্ডবল, বক্সিং, ফুটবল, দাবা, কাবাডি, আরচারি, ভলিবল ও হকি। রবিবার শেষ হচ্ছে শূটিং ডিসিপ্লিন ॥ বাংলাদেশ যুব গেমসের শূটিং ডিসিপ্লিন আজ শেষ হচ্ছে। এদিন প্রতিযোগিতার শেষদিনে পয়েন্ট ১৭৭ ওপেন সাইট এয়ার রাইফেল তরুণ-তরুণী, পয়েন্ট ১৭৭ ম্যাচ এয়ার রাইফেল তরুণ-তরুণী ও এয়ার পিস্তল ইভেন্টে তরুণ-তরুণীদের খেলা অনুষ্ঠিত হবে। মোট ৩টি ইভেন্টে ৬টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৬টি তাম্রপদক জয়ের জন্য ৪২ তরুণ-তরুণী লক্ষ্যভেদের নিশানায় লড়াই করবেন। বাংলাদেশ শূটিং স্পোর্ট ফেডারেশনের শূটিং রেঞ্জে সকাল ৯টা থেকে প্রতিযোগিতা শুরু হবে এবং খেলা শেষে বিকেল সাড়ে ৪টায় পুরস্কার বিতরণীপর্ব অনুষ্ঠিত হবে। শনিবার তরুণ-তরুণী পয়েন্ট ১৭৭ এয়ার পিস্তলের বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। তরুণ গ্রুপে ময়মনসিংহ বিভাগ থেকে নেত্রকোনা রাইফেল ক্লাবের শেখ শাহজালাল সাদমান (২৬৭ স্কোর), বরিশাল বিভাগের পটুয়াখালী রাইফেল ক্লাবের গাজী আলবিউজ্জামান (১৭০ স্কোর), খুলনা বিভাগের কুষ্টিয়া রাইফেল ক্লাবের সৈকত (২৩৪ স্কোর) ও সাতক্ষীরা রাইফেল ক্লাবের সাইফুল্লাহ (২১৯ স্কোর), রাজশাহী বিভাগ হতে বগুড়া রাইফেল ক্লাবের আলী মোঃ ইব্রাহিম (২৩৯ স্কোর) ও সিরাজগঞ্জ রাইফেল ক্লাবের মাহাবুব-ই-সামদানী (২০৮ স্কোর) এবং ঢাকা বিভাগ হতে গুলশান শূটিং ক্লাবের রওনক চৌধুরী (২৫৬ স্কোর) ও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের নাহিয়ান রহমান (২২৭ স্কোর) চূড়ান্তপর্বে উন্নীত হয়েছেন। এদিকে তরুণী গ্রুপে ঢাকা বিভাগ হতে গুলশান শূটিং ক্লাবের শাম্মী আক্তার (২৭২ স্কোর) ও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের মেহজাবীন মেহতাজ (২৪৯ স্কোর), রাজশাহী বিভাগ হতে পাবনা রাইফেল ক্লাবের নাবিলাহ তাবাসসুম (২৫৬ স্কোর) ও সিরাজগঞ্জ রাইফেল ক্লাবের অর্পিতা সাহা (২৩০ স্কোর), খুলনা বিভাগ হতে কুষ্টিয়া রাইফেল ক্লাবের নিলুফার ইয়াসমিন (২৬৩ স্কোর) এবং বরিশাল বিভাগ হতে পটুয়াখালী রাইফেল ক্লাবের নুসরাত রহমান নিশা (২৩৮ স্কোর) চূড়ান্তপর্বে উঠেছেন। দাবা শুরু ॥ বাংলাদেশ যুব গেমসের অন্যতম ডিসিপ্লিন দাবার একক ইভেন্ট শনিবার থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে শুরু হয়েছে। ইভেন্টসমূহ হচ্ছে বালক অ-১৩, বালিকা অ-১৩, তরুণ অ-১৭ এবং তরুণী অ-১৭। একক ইভেন্টে দেশের ৮টি বিভাগ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ অংশ নিচ্ছে। ৬৩ খেলোয়াড় চারটি ইভেন্টে ৫ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে মোকাবেলা করছেন। অ-১৭ বালক বিভাগে ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, নাইম হক, মোঃ রাইসন, মোর্তুজা মাহাথির ইসলাম, আব্দুল আহাদ, শাহরিয়ার ইসলাম, শাকিল খন্দকার ও তাহসিন ইবনে জামাল, অ-১৭ বালিকা বিভাগে কাজী জারিন তাসনিম, ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা, রিমি খানম, ফারিয়া সুমনা, মার্জিয়া চৌধুরী ও তানজিলাতুন নূর, অ-১৩ বালকে মোর্তুজা মুহতাদি ইসলাম, শাহ সুলতান, মেহেদী হাসান, বিশ্বজিৎ দাস শ্রেষ্ঠ, নাজমুল হায়াত, এম সাফওয়ান, ইমাম হোসেন ও ইশতিয়াক হাসান ইমন এবং গার্লস অ-১৩ বিভাগে নোশিন আঞ্জুম, রুমাইসা হায়দার, সাদিয়া আফরিন সামিয়া, মাহজাবিন তিশা, ওয়াদিফা আহমেদ, আয়েশা খান মিম, বুশরা হক ও ফাতিহা আইনুন দিয়া প্রথম রাউন্ডের খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে। বালক অ-১৩ বিভাগে একজন আন্তর্জাতিক রেটিং খেলোয়াড়সহ ১৬, তরুণ অ-১৭ বিভাগে ৪ আন্তর্জাতিক রেটিং খেলোয়াড়সহ ১৬, বালিকা অ-১৩ বিভাগে ৫ আন্তর্জাতিক রেটিং খেলোয়াড়সহ ১৬ এবং তরুণী অ-১৭ বিভাগে ৩ আন্তর্জাতিক রেটিং খেলোয়াড়সহ ১৫ দাবাড়ু প্রতিদ্বন্দ্বিতা করছেন। শনিবার প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় দ্বিতীয় রাউন্ড এবং বিকেল ৩টা থেকে তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।
×