ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বার্লিন শান্তি সম্মেলনে মিয়ানমারের নিবন্ধন বাতিল করল জার্মানি

প্রকাশিত: ০৮:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

বার্লিন শান্তি সম্মেলনে মিয়ানমারের নিবন্ধন বাতিল করল জার্মানি

জনকন্ঠ ডেস্ক ॥ জার্মানি বার্লিন শান্তি সম্মেলনে মিয়ানমারের প্রতিনিধি দলের নিবন্ধন বাতিল করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে দলের মুখপাত্র ইউ অং টুন থেত খবরটি নিশ্চিত করেন। রাখাইনে হত্যাক- ও নির্যাতনের জন্য জার্মানি মিয়ানমারের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন, ইউ অং টুন থেত। খবর মিয়ানমার টাইমসের। আট সদস্যবিশিষ্ট ওই দলের মুখপাত্র আরও জানান, তাদের জার্মানিতে প্রবেশের অনুমতি থাকলেও এই সম্মেলনে তারা অংশগ্রহণ করতে পারবে না। তাদের এই নিবন্ধন বাতিল হয়েছে। রাখাইনের মানবিক সহায়তা, পুনর্বাসন ও উন্নয়নের (ইউইএইচআরডি) প্রধান সমন্বয়কারী আরও জানান, হঠাৎ করেই তারা আমাদের এই নিবন্ধন বাতিল করেছে। আমরা মনে করি এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারলে নতুন অবকাঠামোগত পরিবর্তন আসত।
×