ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

ক্ষতিপূরণ পাচ্ছেন বাউচার্ড

প্রকাশিত: ০৬:৪৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

ক্ষতিপূরণ পাচ্ছেন বাউচার্ড

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় তিন বছর আগের ঘটনায় যুক্তরাষ্ট্রের টেনিস এ্যাসোসিয়েশনের (ইউএসটিএ) বিপক্ষে অভিযোগ দায়ের করেছিলেন ইউজেনি বাউচার্ড। ২০১৫ সালের ইউএস ওপেনে অংশ নেয়ার সময় লকার রুমের ভেজা মেঝেতে পিছলে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন কানাডার এ তরুণী। অবশেষে জুরিরা ইউএসটিএকে এ জন্য দায়ী হিসেবে সাব্যস্ত করেছে এবং সমঝোতার মাধ্যমে এখন ইউএসটিএ বাউচার্ডকে ক্ষতিপূরণ দেবে। ২৪ বছর বয়সী বাউচার্ড ২০১৫ সালে ছিলেন বিশ্বের ৫ নম্বর টেনিস তারকা। সে বছর ইউএস ওপেনে রাতে একটি দ্বৈত ম্যাচ শেষে লকার রুমের মেঝে ভেজা থাকায় সেখানে পিছলে পড়েন তিনি। যে আঘাত পেয়েছিলেন তাতে করে পরবর্তীতে বাউচার্ড আর খেলতে পারেননি এবং চীন ও জাপানের দুটি আসর থেকে নাম প্রত্যাহার করে নেন। এরপর আইনী ব্যবস্থা নেয়ার উদ্যোগে অভিযোগ ঠুকে দেন ইউএসটিএ’র বিরুদ্ধে। আড়াই বছর পর জুরিরা ইউএসটিএকে এ জন্য দায়ী সাব্যস্ত করে আর্থিক ক্ষতিপূরণের আদেশ দিয়েছে। এ বিষয়ে বাউচার্ড বলেন, ‘জুরিরা ইউএসটিএ কর্তৃপক্ষের অবহেলা খুঁজে পেয়েছে এবং ওই দুর্ঘটনার জন্য দায়ী সাব্যস্ত করেছে। এই রায়ের পর আমি এবং ইউএসটিএ একটি সমঝোতায় পৌঁছেছি। আড়াই বছর পর এর সমাপ্তি ঘটল।’ আর্থিক বিষয়াদি নিয়ে ইতোমধ্যেই একটি সমঝোতায় পৌঁছেছে উভয়পক্ষ। বাউচার্ডের যে ক্ষতি হয়েছে তারজন্য ৭৫ ভাগই দায়ী ছিল ইউএসটিএ এমনটিই বলা হয়েছে। তবে আর্থিক ক্ষতিপূরণের পরিমাণটা প্রকাশ করা হয়নি। বাউচার্ডের আইনজীবী বেনেডিক্ট মোরেলি দাবি করেন ওই দুর্ঘটনা বাউচার্ডকে টেনিস কোর্টে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং তিনি র‌্যাঙ্কিংয়েও নেমে এসেছেন নিজেকে পুরোপুরি ছন্দে ফিরিয়ে আনতে না পেরে। উল্লেখ্য, বর্তমানে বাউচার্ড বিশ্বের ১১৬ নম্বর র‌্যাঙ্কিংধারী খেলোয়াড়। বাউচার্ড তার বিবৃতিতে আইনজীবী মোরেলিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তাদের ধারাবাহিক সমর্থন ও প্রচেষ্টার জন্য।
monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

স্থায়ী ঠিকানা পেলেন আরও ৪০ হাজার ভূমিহীন-গৃহহীন মানুষ
রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় জাতিসংঘ দূতকে আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
সচেতনতার অভাবে প্রতিদিন দেশে ১০০ যক্ষ্মা রোগীর মৃত্যু
‘যুক্তরাষ্ট্র সরকারবিরোধী এনজিও থেকে তথ্য সংগ্রহ করেছে’
ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল
বাংলাদেশ-ভুটানের ট্রানজিট চুক্তি সই
হজ পালনে খরচ কমলো ১১ হাজার ৭২৫ টাকা
একক ক্ষমতায় বিশ্বাস করে আওয়ামী লীগ: ফখরুল
নির্ভীক ও আধুনিক সাংবাদিকতার পথিকৃৎ:মোহাম্মদ আতিকউল্লাহ খানের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
মিয়ানমার জান্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৯
‘মোদি হটাও, দেশ বাঁচাও’ পোস্টারে ছেয়ে গেছে দিল্লি, গ্রেপ্তার ৪
এবার টিকটক নিয়ে তদন্তে ইতালি
ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য তারিখ জানালো আইসিসি