ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকায় বসেছে ফ্রাঞ্চাইজি ও রিটেল এক্সপো

প্রকাশিত: ০৩:০৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

ঢাকায় বসেছে ফ্রাঞ্চাইজি ও রিটেল এক্সপো

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে-বিদেশে বিভিন্ন ব্র্যান্ডের বাজার বিস্তৃত করার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের প্রথমবারের মতো শুরু হয়েছে ‘আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি এবং রিটেল এক্সপো।’ শনিবার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে দিনব্যাপী এক্সপোর আয়োজন করেছে সিঙ্গাপুরভিত্তিক ফ্রাঞ্চাইজি সলিউশনস কোম্পানি ফ্র্যান গ্লোবাল। যেসব ব্র্যান্ড বাংলাদেশের বাজারে প্রবেশ করতে চায় তাদের জন্য সব সহায়তা ও সেবা প্রদান করছে ফ্র্যান গ্লোবাল। পাশাপাশি যেসব বাংলাদেশি ব্র্যান্ড দেশে এবং বিদেশে নিজেদের ব্যবসা ছড়িয়ে দিতে চায় তাদের জন্যও কাজ করছে তারা। এ ছাড়াও স্থানীয় বাংলাদেশি ব্র্যান্ডগুলোকে ফ্র্যাঞ্চাইজি ডেভলপমেন্ট কনসালটেশন প্রদান করে ফ্র্যান গ্লোবাল। আয়োজকরা জানান, ১০০-এর বেশি আন্তকর্জাতিক এবং স্থানীয় ব্রান্ড নিয়ে এটিই দেশের প্রথম আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি এবং রিটেইল এক্সপো। এর মূল আয়োজক হিসেবে রয়েছে ফ্র্যানগ্লোবাল। বিভিন্ন দেশে তাদের ৬টি আন্তর্জাতিক অফিস রয়েছে। বিভিন্ন কোম্পানির পক্ষে লাভজনকভাবে অংশীদার হিসেবে কাজ করে প্রতিষ্ঠানটি। আয়োজনের মূল স্পন্সর হিসেবে রয়েছে মুন্নু হোম।
×