ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

উপমা ও বিশেষণের কারণে আলোচিত, কবিতার বই ‘ঈশ্বর ও ভ্রমর’

প্রকাশিত: ০০:১৫, ২০ ফেব্রুয়ারি ২০১৮

উপমা ও বিশেষণের কারণে আলোচিত, কবিতার বই ‘ঈশ্বর ও ভ্রমর’

স্টাফ রিপোর্টার ॥ অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি হোসাইন মোবারকের কবিতার বই ‘ঈশ্বর ও ভ্রমর’। প্রকাশনা প্রতিষ্ঠান ‘জয়তী’ প্রকাশ করেছে বইটি। বইমেলার প্রথম দিন থেকেই ৪৭০-৪৭১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। দাম ১৫০ টাকা। প্রচ্ছদ করেছেন কবি নিজেই। বহুমুখী শৈল্পিক চেতনার এক দৃষ্টান্ত কবি হোসাইন মোবারক। নিজেকে হয়তো নিজের মধ্যেই গুটিয়ে রাখতে চেয়েছিলেন আজীবন। তাই জীবনে এতটা পথ পাড়ি দেয়ার পরও তার সমস্ত জীবন, যৌবন, জাগতিক ও আধ্যাত্মিক চেতনাকে অন্তরেই পুষে রেখেছিলেন। কিন্তু সমাজের চলমান ও ক্রমান্বয়ে বেড়ে ওঠা নানা অসঙ্গতিই বোধহয় তাকে মুখ খুলতে বাধ্য করেছে। এসব অসঙ্গতিকে নানা উপমা ও বিশেষণে তুলে ধরেছেন তার কবিতায়। ‘ঈশ্বর ও ভ্রমর’ তার এই কাব্যিক যাত্রার প্রথম সাম্পান।
×