ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ ফার্মেসীকে জরিমানা

প্রকাশিত: ০২:৫৯, ২৯ জানুয়ারি ২০১৮

কিশোরগঞ্জে ভ্রাম্যমান আদালতের ৩ ফার্মেসীকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার হোসেনপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ানস স্যাম্পল ওষুধ সংরক্ষণের দায়ে তিন ফার্মেসীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় একতা ফার্মেসী, আজহার মেডিক্যাল ও ফাতেমা মেডিক্যালকে তিনি ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় খবর পেয়ে সকল দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা বেরিয়ে যায়। এ সময় খোলা পাওয়া ৩টি ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ানস স্যাম্পল ওষুধ পাওয়া গেলে তাদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইব্রাহীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংশ্লিষ্টদের এ ব্যাপারে সচেতন করার জন্য এই জরিমানা করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
×