ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিলের বর্জ্যে দূষিত হচ্ছে করতোয়ার পানি

প্রকাশিত: ০৬:২২, ২৮ জানুয়ারি ২০১৮

মিলের বর্জ্যে দূষিত হচ্ছে করতোয়ার পানি

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২৭ জানুয়ারি ॥ তাঁতশিল্প সমৃদ্ধ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের করতোয়া নদী সুতা রঙের প্রসেস মিলের বর্জ্যে দিনের পর দিন দূষিত হচ্ছে। করতোয়া নদীর দুইপাশে অবস্থিত অর্ধশতাধিক প্রসেস মিলের বর্জ্য ও বিষাক্ত রাসায়নিক দ্রব্যে করতোয়া নদী দূষিত হয়ে পানির রং কালচে ও বিষাক্ত হয়ে উঠছে। বর্ষাকালে নদী ব্যবহারের উপযোগী থাকলেও শুষ্ক মৌসুমে নদীর নাব্য হ্রাস পাওয়ায় নদীর পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। নদীর দু’পারের মানুষ এই দূষিত পানিতে গোসল করায় তারা নানা প্রকার চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। দূষিত পানিতে বিশুদ্ধ অক্সিজেন না থাকায় মাছের বংশবৃদ্ধি এবং রক্ষা কোনটাই সম্ভব নয় বলে জেলেরা জানান। এ ব্যাপারে প্রসেস মিলের মালিক জানান, সুতা প্রসেস করার জন্য যে বর্জ্য পানি বের হচ্ছে তা ফেলার জন্য নির্দিষ্ট কোন স্থান না থাকায় আমরা নদীতে বর্জ্য ফেলতে বাধ্য হচ্ছি। এ ব্যাপারে পরিবেশ অধিদফতরে কথা হলে তারা বলেন, প্রত্যেক প্রসেস মিলকে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসানোর নির্দেশ দেয়া আছে। কিন্তু এ ব্যয় বহুল ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস মিলের মালিকরা স্থাপন না করার কারণে করতোয়া নদীর স্বচ্ছ পানি এখন বিষাক্ত ও কালো রং ধারণ করছে। নদীর পানি ব্যবহারকারী সাধারণ জনগণ করতোয়া নদীকে দূষণমৃক্ত করার জন্য পরিবেশ অধিদফতর ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
×