ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ০৬:৫১, ২৩ জানুয়ারি ২০১৮

শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পরিবার কল্যাণ সংঘ শীতবস্ত্র বিতরণ করেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গজারিয়া স্টেশন কার্যালয়ে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষদের হাতে এসব বস্ত্র তুলে দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর পরিবার কল্যাণ সংঘের সভানেত্রী ডাঃ আফরোজা আওরঙ্গজেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী (এনবিপি)। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পরিবার কল্যাণ সংঘের সহ-সভানেত্রী বেগম আফসানা ইমদাদসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। ২৪৮ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২২ জানুয়ারি ॥ জেলা পরিষদের উদ্যোগে ২৪৮ শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদ মেধাবী বৃত্তি ও ড. কামরুল আলম মেধাবী বৃত্তি প্রদান এবং ১১৮ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা পরিষদ চত্বরে এ বৃত্তি প্রদান করা হয়। ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অষ্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত মোনাশ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কামরুল আলম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক সেলিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, ভোলা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহামুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ পারভীন আখতার, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, দোস্ত মাহামুদ, মইনুল হোসেন বিপ্লব ।
×