ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিজয় দিবস টেনিস

অমল-জেরিনের দ্বি-মুকুট

প্রকাশিত: ০৬:৩৮, ৩১ ডিসেম্বর ২০১৭

অমল-জেরিনের দ্বি-মুকুট

স্পোর্টস রিপোর্টার ॥ রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে শনিবার শেষ হলো ‘রানার বিজয় দিবস উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা’। রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এতে দ্বি-মুকুট জিতেছেন ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল রায় এবং বিকেএসপির জেরিন সুলতানা জলি। পুরুষ এককে অমল ৭-৬, ৭-৬ গেমে হারান ডারাস বাংলাদেশ লিমিটেডের দীপু লালকে। দ্বৈতেও তিনি ইন্টারন্যাশনাল ক্লাবের রঞ্জন রামকে নিয়ে শিরোপা জেতেন। হারান বাংলাদেশ আনসারের আখতার হোসেন ও মামুন বেপারী জুটিকে ৪-৬, ৬-১, ১০-৩ গেমে। অ-১৪ বালিকা এককে চ্যাম্পিয়ন হন জেরিন সুলতানা জলি। তিনি হারান বিকেএসপির রিনভি আক্তারকে ৬-০, ৬-১ গেমে। জেরিন জেতেন মহিলা দ্বৈতের শিরোপাও। ঈষিতা আফরোজ রিতুকে নিয়ে ৬-১, ৬-১ গেমে হারান নরসিংদী টেনিস ক্লাবের আফরানা ইসলাম প্রীতি ও শাহ্ সাফিনা লাক্সমি জুটিকে। মহিলা এককের শিরোপা অক্ষুণœ রেখেছেন নরসিংদীর আফরানা ইসলাম প্রীতি। তিনি হারান ঈষিতা আফরোজ রিতুকে। রিতু এককে হারলেও দ্বৈতে প্রীতি জুটিকে হারিয়ে গত আসরের মতো এবার শিরোপা অক্ষুণœ রেখেছেন। এছাড়া অন্যান্য বিভাগের শিরোপা জেতে অ-১৬ বালক এককে এলিট টেনিস একাডেমির জুয়েল রানা, অ-১৬ বালক দ্বৈতে বিকেএসপির নাইমুল ইসলাম ও অর্ণব সাহা, অ-১৪ বালক এককে এলিটের রাকিব হোসেন, অ-১২ বালক এককে বিকেএসপির রুম্মন হোসেন, অ-১২ বালিকা এককে মাসফিয়া আফরিন (ব্রাহ্মণবাড়ীয়া জেলা ক্রীড়া সংস্থা), অ-৫০+ পুরুষ সিনিয়র দ্বৈতে খালেদ সালাহউদ্দিন ও এম এ. জিন্নাহ (গুলশান ইয়ুথ ক্লাব), মিনি টেনিস ইভেন্টের অ-১০ বালক এককে সভিত বড়ুয়া জয়, অ-১০ বালিকা এককে রিমি, অ-৮ বালক এককে রাইয়ান শেখ (এলিট), অ-৮ বালিকা এককে রাইকা (নওগাঁ টেনিস ক্লাব) এবং অ-৬ বালক এককে সাহিল হোসেন।
×