ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পটিয়ায় অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ২১:২১, ২৯ ডিসেম্বর ২০১৭

পটিয়ায় অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ এলাকায় অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মুজাফরাবাদ এলাকার দুলাল ঘোষের মুদির দোকান, ঝুলন দের ওষুধ ফার্মেসী, দীপক চৌধুরীর টেইলার্স, স্বপন শীলের সেলুন, কাঞ্চন চৌধুরীর ফার্নিসার দোকান ও সুধীর দের ডেকোরেশনের দোকান সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। আজ শুক্রবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাণে বেঁচে গেছেন দুলাল ঘোষের পুত্র সজীব ঘোষ (২৮)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত দোকান মালিকরা রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান। দুলাল ঘোষের পুত্র সজীব প্রতিদিন রাতে মুদির দোকানে রাতে থাকতেন। শুক্রবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আগুনে ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও ততক্ষনে দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ দুলাল ঘোষ জানিয়েছেন, সামনে ২০১৮ সাল। এ উপলক্ষে তাদের দোকানে বিপুল পরিমান মুদির দোকানের মালামাল তুলেছেন। অগ্নিকান্ডে তাদের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। একইভাবে পার্শ্ববর্তী আরো ৫টি দোকান পুড়ে যায়। পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনধীর দত্ত জানিয়েছেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। অন্যতায় আগুন আরো ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বাড়ি-ঘরের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তবে ফায়ার সার্ভিসের মতে ক্ষয়ক্ষতির পরিমান ৪-৫ লাখ টাকা বলে দাবি করেন।
×