ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিরেই নেতৃত্বে ডি ভিলিয়ার্স

প্রকাশিত: ০৫:৫৩, ২৭ ডিসেম্বর ২০১৭

ফিরেই নেতৃত্বে ডি ভিলিয়ার্স

স্পোর্টস রিপোর্টার ॥ পোর্ট এলিজাবেথে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুইয়ের মধ্যকার চারদিনের বক্সিং ডে’ টেস্ট। তবে অসুস্থতার কারণে বহুল আলোচিত এ ম্যাচে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস। ফলে দুই বছর পর টেস্টে ফিরেই নেতৃত্ব দিচ্ছেন তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর আর মাঠে নামতে পারেননি ডুপ্লেসিস। পিঠে অস্ত্রোপচার করানোর পর প্রায় দেড় সপ্তাহের বিশ্রামে ছিলেন। ফিটনেস ফিরে পেতে লড়াই করছিলেন প্রোটিয়া অধিনায়ক। তারপরও জিম্বাবুইয়ের বিপক্ষে চারদিনের টেস্ট দলে ছিলেন। কিন্তু আচমকা ভাইরাস সংক্রমণে অসুস্থ হয়ে পড়লেন। মঙ্গলবার ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে দক্ষিণ আফ্রিকান বোর্ড (সিএসএ) এক বিজ্ঞপ্তিতে জানায়, নিয়মিত অধিনায়ককে পাচ্ছে না তারা। ঘরের মাটিতে গুরুত্বপূর্ণ ভারত সিরিজের আগে তাকে সুস্থ ফিরে পেতে কোন ঝুঁকি নিতে চায় না সিএসএ। দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজার মোহাম্মদ মুসাজির বলেন, ‘পিঠের এবং কাঁধের ইনজুরি থেকে সেরে উঠলেও ভাইরাস জ্বরে সংক্রমিত হওয়ায় ডুপ্লেসিসকে বিশ্রামে থাকতে হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যে সে সুস্থ হয়ে উঠবে। তবে এ সময়ে ফিজিওথেরাপিস্ট ক্রেইগ গোভেন্ডারের তত্ত্বাবধানে রিহ্যাবে থাকবে। আশা করছি ৫ জানুয়ারি ভারতের বিপক্ষে প্রথম টেস্ট থেকেই ওকে পাওয়া যাবে।’ ২০১৬ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে হাশিম আমলা সরে দাঁড়ালে দুই টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন ডি ভিলিয়ার্স। ওই সিরিজের পর তাকে স্থায়ীভাবে নেতৃত্ব দিয়েছিল বোর্ড। কিন্তু ইনজুরি তাকে ছিটকে দেয় লম্বা সময়ের জন্য।
×