ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৩৭, ২৫ ডিসেম্বর ২০১৭

কেরানীগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৪ ডিসেম্বর ॥ দক্ষিণ কেরানীগঞ্জে অজ্ঞাত এক যুবকের গলাকাটা ও পেট ফাঁড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে পূর্ব জাজিরা এলাকার নিউভিশন আবাসন প্রজেক্টের একটি নির্জন স্থান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাভেদ পারভেজ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ২৮ বছর। তিনি আরও জানান, গলা কেটে ও পেট ফেঁড়ে ওই যুবককে হত্যা করা হয়েছে। শ্রীপুরে যুবতী স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, গাজীপুরে শ্রীপুরের গভীর গজারি বন থেকে এক যুবতীর পচা গলিত লাশ রবিবার বিকেলে উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২৮/৩০ বছর বয়সের ওই যুবতীর পরিচয় পাওয়া যায়নি। শ্রীপুর মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান ও আমিনুল হকসহ স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলার সাইটালিয়া (টেংরা উত্তরপাড়া) বৃন্দাবন এলাকার গজারি বনে রবিবার স্থানীয় কয়েক ব্যক্তি লাকড়ি কুড়াতে যায়। এ সময় পচা দুর্গন্ধের সূত্র খুঁজতে গিয়ে তারা গভীর গজারি বনের ভিতর এক যুবতীর পচা গলিত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের লাশ পচে গলে বিকৃত হয়ে গেছে। চাঁদপুরে যুবক নিজস্ব সংবাদদাতা চাঁদপুর থেকে জানান, হাজীগঞ্জ উপজেলার কালচো সাহেব বাজার এলাকা থেকে আসাদ হোসেন (১৮) নামের যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টায় সাহেব বাজার সড়কের পাশের ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। আসাদ উপজেলার ৩নং কালচো ইউনিয়নের খিলপাড়া গ্রামের বাসিন্দা। জানা যায়, শনিবার রাতে নিজ বাড়ীতে অন্য যুবকদের সাথে ব্যাডমিন্টেন খেলছিল আসাদ। এ সময় তাদের ব্যাডমিন্টেন খেলার জন্য কক প্রয়োজন হলে পাশে সাহেব বাজারে সে কক কিনতে যায়। অনেক সময় পার হলেও সে আর বাজার থেকে ফিরেনি। খোঁজ করেও পাওয়া যায়নি। পরে সকালে বাজারের পাশের রাস্তায় মুখে টেপ পেচানো গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন লোকজন। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে।
×