ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রয়াত কন্যার চিঠি নিয়ে জীবনসায়াহ্নেও কাঁদতেন মহিউদ্দিন

প্রকাশিত: ০৬:১৭, ১৬ ডিসেম্বর ২০১৭

প্রয়াত কন্যার চিঠি নিয়ে জীবনসায়াহ্নেও কাঁদতেন মহিউদ্দিন

মহিউদ্দিন চৌধুরীর মেজ কন্যা ফওজিয়া সুলতানা টুম্পা। পিতার প্রতিষ্ঠিত চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়তেন ইংরেজী বিভাগে অনার্সে। বিগত এক এগারো সরকার আমলে মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে জেলে নেয়া হয়। বিভিন্ন রোগে আক্রান্ত মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে পাঠিয়ে দেয়া হয় বান্দরবান জেলে। তখন পুরো পরিবার ছিল ব্যাপক উৎকণ্ঠায়। অসুস্থ পিতার চিকিৎসা, সীমাবদ্ধ খাদ্য গ্রহণ নিয়ে সকলের উৎকণ্ঠার কমতি ছিল না। কিন্তু বার বার আদালতের দ্বারস্থ হয়েও মুক্তি মেলেনি। কন্যা টুম্পার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল গম্ভীর। ছিল মেধাবী। বাবার মুক্তি না মেলায় ২০০৭ সালের ২০ নবেম্বর অভিমানী টুম্পা পিতা মহিউদ্দিনকে ইংরেজীতে একটি চিঠি লিখেছিলেন। যে চিঠিটি মহিউদ্দিন চৌধুরী সযত্নে সংরক্ষণ করে রেখেছেন। টুম্পার কথা মনে পড়লেই চিঠিটি পড়তেন আর অঝোর ধারায় নীরবে অশ্রু ঝরাতেন। পত্রের লেখাটি ছিল- Dear dad, I don’t know if I will ever send you this latter. But I must write this to express how I feel about you. Dad, I never called you by this name `dad’, but now I would like to. At least whilst I am writing this. You are the best dad I have ever seen. Well, any girl can say this ...., I think if you love someone you do not have to say that to them. They will know. Somehow they will. I cannot tell you how much you mean to me. I can never show my feelings to you. I am not good in expressing my feelings. I can never show the depth of my love for you. All I can say is, whilst I write this, tears are rolling down my chicks I have never said you are the best dad. That you are my idol. I never understood why you work so much for the deprived. But now I miss you so much and I see how you did all those things. Dear dad, can I ask you something? You have always believed in God. You have all the qualities of a good human being. Doesn’t your God see this? Doesn’t He see how much you are sufferings? after all this things should I believe in your God? But I must. I miss those mornings when you used so wake us up early in the morning. Reciting rhymes. Dad, I want to call you a thousand times. I want to shout out loud... calling you. It’s just not me, Dad. Even the crows you used to feed every morning. And those plants you used to water. They all miss you. When the car stops at the traffic lights, those beggars look for you. They were so frank and easy with you, begging you with all their heart. Pushing their hands into the car, looking for he shiny notes you used to give them. Can anyone in this lonely city deny they all miss you? Even the leaves my dear dad, awaits your return. Dad, what else can I do for you? Seems I simply cannot do anything. All I can do is send you all the love in this world. What have I to give you except the salty tear drops? I cannot see the pages on where I am writing. My tears have made the page wet. I cannot stop them. They flow, down my chick, in silence. You are in the deepest corner of my heart and you will be there forever. Your’s Tumpa.
×