ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৮০ ভাগ ব্যাংকের দর বেড়েছে

প্রকাশিত: ০৪:১৫, ১ ডিসেম্বর ২০১৭

৮০ ভাগ ব্যাংকের দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৃহস্পতিবার দেশের পুুঁজিবাজারে উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন প্রায় সব খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়ে। ব্যাংকিং খাতের ৮০ শতাংশ ব্যাংকের শেয়ার দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ব্যাংকিং খাতে মোট ৩০টি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪টির বা ৮০ শতাংশের দর বেড়েছে। দর কমেছে ২টির বা ৬.৬৬ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪টির বা ১৩.৩৩ শতাংশের। ব্যাংকগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ব্র্যাক ব্যাংকের। এদিন ব্যাংকটির শেয়ার দর ৩.৪০ টাকা বেড়েছে। ২.৫০ টাকা বেড়ে দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক। ১.৯০ টাকা বেড়ে তৃতীয় স্থানে ডাচবাংলা এবং রূপালী ব্যাংকের দর ১.৫০ টাকা বেড়ে এ তালিকার চতুর্থ স্থানে উঠে আসে। এছাড়া মার্কেন্টাইল ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের ০.৬০ টাকা, স্ট্যান্ডার্ড, মিউচুয়াল ট্রাস্ট, ব্যাংক এশিয়া, পূবালী ও সিটি ব্যাংকের শেয়ার ০.৫০ টাকা করে বেড়েছে। ০.৪০ টাকা শেয়ার দর বেড়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের। এ খাতের দুটির শেয়ার দর কমেছে। ব্যাংকগুলোর মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের ০.২০ টাকা এবং উত্তরা ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা কমেছে। এদিন শেয়ার দর অপরিবর্তিত রয়েছে চারটি ব্যাংকের।
×