ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সৈয়দপুরে এক কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২২:৩৫, ৩০ নভেম্বর ২০১৭

সৈয়দপুরে এক কিশোরের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নিখোঁজের তিন দিন পর সজীব নামের এক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহ¯পতিবার সকাল ১০টার দিকে নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের দক্ষিণ নিয়ামতপুর এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সজীব একই এলাকার মনসুর আলীর ছেলে। সে নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। পারিবারিক সুত্র মতে গত ২৬ নবেম্বর সন্ধ্যায় স্থানীয় রূপসী বাংলা রেস্তোরা সংলগ্ন এক ওয়াজ মহফিলে কাছে গিয়ে সজীব নিখোঁজ হয়। স্থানীয়রা জানান, সজীবের উপর জ্বীনের আছর ছিল। সে প্রায়ই বাসা থেকে মাঝে মাঝে নিরুদ্দেশ হয়ে যেত। আবার ফিরেও আসতো। কিন্তু এবার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও না পেয়ে এলাকায় মাইবযোগে প্রচারনা করেছিল। কিন্তু তাকে পাওয়া যায়নি। আজ বৃহ¯পতিবার সকালে ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় ও তাদের বাড়িতে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা জানান, শিশুটি প্রতিবন্ধী হওয়ার কারণে ডোবার পানিতে ডুবে মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের খবর
×