ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেনাপোল চেকপোস্টে ১০ স্বর্ণবারসহ আটক ২

প্রকাশিত: ০০:৫৬, ২৯ নভেম্বর ২০১৭

বেনাপোল চেকপোস্টে ১০ স্বর্ণবারসহ আটক ২

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ দুই বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সদস্যরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ওই দুই যাত্রীকে ভারতে যাওয়ার সময় আটক করা হয়। আটকরা হলেন- শরীয়তপুররে হাজি সাফদার মাতবরকান্দি উপজেলার নাওডুবা জাজিরা গ্রামের ইব্রাহিম মাতম্বরের ছেলে ইলিয়াজ (৪২) ও গোপালগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর খানের ছেলে মোহাসিন খান (৪৫)। কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, স্বর্ণ পাচারের বিষয়ে তাদের কাছে আগে থেকে তথ্য ছিল। বেনাপোল কাস্টমস-চেকপোস্ট থেকে বের হওয়ার পথে তাদের আটক করা হয়। এ সময় তারা প্রথমে অস্বীকার করলেও পরে শরীর তল্লাশি চালিয়ে দু’জনের প্যান্টের মধ্য থেকে পাঁচটি করে মোট ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অফিসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাদিক বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
×