ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুরে অলিম্পিক বিস্কুট ও ব্যাটারীর গুদামে অগ্নিকান্ড

প্রকাশিত: ০৩:০৯, ২৪ নভেম্বর ২০১৭

রংপুরে অলিম্পিক বিস্কুট ও ব্যাটারীর গুদামে অগ্নিকান্ড

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ রংপুর মহানগরের সিও বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে অলিম্পিক বিস্কুট ও ড্রাইসেল ব্যাটারীর একটি গুদাম সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার রাতে গুদামটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের অফিস সূত্রে জানা গেছে, ডায়মন্ড পার্টিকেল বোর্ড কারখানার পাশে ভাড়া নেওয়া অলিম্পিক ইন্ডাস্ট্রিজের রংপুর বিভাগীয় ডিপোতে অগ্নিকা- সংঘটিত হয়। গুদামের পাশে পেপার কাটিং ঘর থেকে রাতে আগুনের সূত্রপাত হয়। এই ডিপোর মালিক রংপুর চেম্বারের সহ-সভাপতি ও রাইডা ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রিপন হাজী। অলিম্পিক ইন্ডাস্ট্রির রংপুর বিভাগীয় এরিয়া ম্যানেজার নুরুজ্জামান ফিরোজের দাবি, অগ্নিকান্ডে তাদের গোডাউনের প্রায় ৫ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে, অলিম্পিক বিস্কুট, ড্রাইসেল ব্যাটারী, ফ্রিজ, মোবাইল ফোন, কম্পিউটারসহ অফিসের আসবাবপত্র। রাইডা ট্রেড ইন্টারন্যাশনালের ডিপো ইনচার্জ মুরাদ হোসেন জানান, অগ্নিকান্ডে তাদের ৭ কোটি ৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি দেখিয়ে কোতয়ালি থানায় একটি এজাহার করা হয়েছে। রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আজিজুল ইসলাম জানান, ঘটনার আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।
×