ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেখ জামালের কষ্টার্জিত জয়

প্রকাশিত: ০৬:৫৭, ২৪ নভেম্বর ২০১৭

শেখ জামালের কষ্টার্জিত জয়

স্পোর্টস রিপোর্টার ॥ এ যেন প্রথম লেগের স্কোরলাইনের কার্বন কপি। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে বৃহস্পতিবার এই ব্যবধানেই শেখ জামাল ধানম-ি হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডকে। নিজেদের চতুর্দশ ম্যাচে এটা তিনবারের লীগ চ্যাম্পিয়ন জামালের দশম জয়। ৩৩ পয়েন্ট তাদের। পয়েন্ট টেবিলে অবস্থান আগের মতোই, দ্বিতীয়। ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী। পক্ষান্তরে সমান ম্যাচে একবারের চ্যাম্পিয়ন রাসেলের পঞ্চম হার। ১৯ পয়েন্ট নিয়ে তারাও আছে আগের পঞ্চম স্থানেই। গোল করেন জামালের রাফায়েল ওদোভিন (৩ মিনিটে), সারহান জ্যাকি (৪৫+২ মিনিটে, প্রথমার্ধের ইনজুরি সময়ে) এবং জাহেদ পারভেজ চৌধুরী (৫৩ মিনিটে)। ম্যাচে জোড়া গোল করে নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল এককভাবে সর্বোচ্চ গোলদাতা হলেন। তার গোল ৮টি। ৭টি করে গোল করেছেন মোহামেডানের কিংসলে চিগোজি, চট্টগ্রাম আবাহনীর তৌহিদুল আলম সবুজ এবং শেখ জামালের সলোমন কিং। আজ থেকে লীগের বিরতি। এই মাঠে এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৪ নবেম্বর থেকে ৩০ নবেম্বর পর্যন্ত। প্রতিযোগিতা শেষ হলে আগামী ১ ডিসেম্বর থেকে আবারও শুরু হবে লীগের খেলা। ব্রাদার্সের জয় ॥ দিনের প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। এই জয়ে কড়ায়-গ-ায় প্রতিশোধ নিল গোপীবাগের দলটি। কেননা প্রথম লেগে তারা ০-১ গোলে হেরেছিল রহমতগঞ্জের কাছে। নিজেদের চতুর্দশ ম্যাচে এটা দুইবারের লীগ চ্যাম্পিয়ন ব্রাদার্সের তৃতীয় জয়। ১৩ পয়েন্ট তাদের। ফলে এক লাফে পয়েন্ট টেবিলে দশ থেকে আটে উঠে এলো তারা। পক্ষান্তরে সমান ম্যাচে এটা পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জের ষষ্ঠ হার। ১২ পয়েন্ট নিয়ে তারা নেমে গেল ব্রাদার্সের ঠিক নিচেই, নবম স্থানে। ব্রাদার্সের হয়ে জোড়া গোল কঙ্গো ফরোয়ার্ড সিও জুনাপিও। অপর গোলটি করেন মোঃ মেজবাহ। চলতি লীগে জুনাপিও এ নিয়ে ৫টি গোল করলেন।
×