ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লালমোহনে জনতার মুখোমুখি এমপি শাওন

প্রকাশিত: ০৫:৪৮, ২৩ নভেম্বর ২০১৭

লালমোহনে জনতার মুখোমুখি এমপি শাওন

হাসিব রহমান, লালমোহন থেকে ॥ কেউ জানতে চান শিক্ষা নিয়ে, কেউ জানতে চান চিকিৎসা স্বাস্থ্যর উন্নয়ন নিয়ে। এলাকার সমস্যা, উন্নয়ন, আশা আকাক্সক্ষা আর প্রত্যাশা নিয়ে জানার যেন শেষ ছিল না। জবাবদিহিতামূলক জনতার মুখোমুখি অনুষ্ঠানে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন অংশগ্রহণ করেন। গত ৮ বছরে সংসদ সদস্য হয়ে নির্বাচিত হওয়ার পর শাওন তার নির্বাচনী এলাকা লালমোহন ও তজমুদ্দিন উপজেলার মানুষের জন্য কি কাজ করেছেন এবং আগামীতে কি করবেন তার উত্তর দেন। এলাকার সাধারণ মানুষ তাদের নির্বাচিত এমপিকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পান। বুধবার লালমোহন উপজেলার সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে নুরুন্নবী চৌধুরীর উদ্যোগে জনতার মুখোমুখি এমপির এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টা থেকে প্রায় আড়াই ঘণ্টা ব্যাপী এই অনুষ্ঠানে কৃষক থেকে শুরু করে, শিক্ষক, ছাত্রছাত্রী, রাজনৈতিক নেতা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে নির্বাচিত সংসদ সদস্যকে প্রশ্ন করা সুযোগ দেয়া হয়। এসময় লালমোহন হাসপাতালে এনেসথেসিয়া ডাক্তার না থাকার সমস্যা ও সারাদেশের মধ্যে লালমোহন হাসপাতালের চিকিৎসার মানে অবস্থান কততম জানতে চান লালমোহন প্রেসক্লাবের সম্পাদক জসিম জনি। তা প্রশ্নের জবাবে এমপি শাওন বলেন, বাংলাদেশের মধ্যে লালমোহন হাসপাতালে চিকিৎসা সেবার মান ২১তম। অপারেশনের জন্য দ্রুত একজন এনেসথেসিয়া ডাক্তার দেয়া হবে বলেও তিনি জানান। প্রভাষক এমএ বাসেত এমপি শাওনের উদ্দেশে বলেন, লালমোহন তজুমদ্দিনে মানসম্মত শিক্ষা দেয়া হচ্ছে না। যার ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছেলেরা অংশ নিতে পারছে না। এটা সমাধানের উপায় কী? সাংসদ বলেন, মা-সমাবেশ বাড়াতে হবে। শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে। প্রশ্ন-উত্তর পর্বে সঞ্চালক ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরিফ। আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা, লালমোহন পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ।
×