ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টিকেট যেন সোনার হরিণ

ঘরোয়া ক্রিকেটের বড় আসর সিলেটে

প্রকাশিত: ০৬:০৬, ১ নভেম্বর ২০১৭

ঘরোয়া ক্রিকেটের বড় আসর সিলেটে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ টিকেট যেন সোনার হরিণ। ধরতে গিয়ে ছুটাছুটি করছেন সবাই। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসরকে কেন্দ্র করে এখন ক্রিকেটপ্রেমীরা আনন্দে মাতোয়ারা। দেশের সবচেয়ে বড় এই ক্রিকেট আসরের উদ্বোধন হচ্ছে সিলেটে ৪ নবেম্বর। মঙ্গলবার টিকেট বিক্রি শুরু হয়েছে সিলেট জেলা স্টেডিয়ামের ফটকে। টিকেট পেতে রিকাবীবাজার স্টেডিয়ামের ফটকে সোমবার রাত থেকেই লাইনে দাঁড়িয়েছেন সিলেটের ক্রিকেটপ্রেমী দর্শক। মঙ্গলবার সকালের তীব্র রোদও তাদের আটকে রাখতে পারছে না। জেলা স্টেডিয়ামের ৪ কাউন্টারে দেয়া হচ্ছে বিপিএল’র টিকেট। তীব্র রোদের মধ্যেই টিকেটের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন কয়েক হাজার টিকেট মানুষ। বেলা ১টার দিকে জেলা স্টেডিয়ামের ক্রীড়া ভবনে টিকেট কাউন্টার থেকে টিকেট প্রত্যাশীদের দীর্ঘ লাইন অনেকদূর ছাড়িয়ে যায়। লাইনে দাঁড়ানো টিকেট প্রত্যাশীদের মধ্যে বেশিরভাগই ছিলেন ছাত্র এবং যুবক। তবে নারীদের জন্য আলাদা বুথ থাকায় কিছু সংখ্যক নারীকেও লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদিকে টিকেট বিক্রি শুরুর মাত্র ২ ঘণ্টার মাথায় ২শ, ৩শ ও ৫শ টাকা মূল্যের টিকেট শেষ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন লাইনে থাকা লোকজন। বিক্রেতারা বলছেন এখন শুধু ২০০০ টাকার গ্রান্ড স্ট্যান্ডের টিকেট বাকি আছে। আর কেউ কেউ পরিবার নিয়ে খেলা দেখার জন্য একাধিক টিকেট চাইলেও কাউন্টার থেকে দেয়া হচ্ছে না বলে জানা যায়। আর রাত থেকে লাইনে দাঁড়িয়ে যারা টিকেট সংগ্রহ করতে পেরেছেন তারা ছিলেন উল্লসিত। কেউ কেউ টিকেট হাতে নিয়ে স্টেডিয়ামের ভেতরেই আনন্দ-উল্লাস করেন। এর আগে বিপিএল কর্তৃপক্ষ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) মঙ্গলবার থেকে টিকেট বিক্রির কথা জানালেও পরে তা প্রত্যাহার করা হয়। ব্যাংকের পরিবর্তে সিলেট জেলা স্টেডিয়ামের চারটি বুথের মাধ্যমে টিকেট বিক্রি করা হবে বলে জানান তারা। এ তথ্য জানার পর থেকে সোমবার দিবাগত রাত থেকেই স্টেডিয়ামের সামনে ভিড় করেন দর্শকরা। এদিকে স্টেডিয়ামে টিকেট টিকেট ক্রয়কে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে।
×