ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘দুদক কর্মকর্তাদের অনৈতিকতার দায় কমিশন বহন করবে না’

প্রকাশিত: ০৮:০১, ৩০ অক্টোবর ২০১৭

‘দুদক কর্মকর্তাদের অনৈতিকতার দায় কমিশন বহন করবে না’

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশনের কোন কর্মকর্তার অনৈতিকতার দায় কমিশন বহন করবে না বলে কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি করে দিয়েছেন সংস্থাটির সচিব ড. মোঃ শামসুল আরেফিন। একই সঙ্গে দুদকের প্রতি মানুষের আস্থা বৃদ্ধিতে প্রতিষ্ঠানের সকল পরিদর্শন ও অডিট রিপোর্ট যথাযথ বাস্তবায়নের নির্দেশ দেন তিনি। রবিবার বেলা সাড়ে এগারোটায় দুদক প্রধান কার্যালয়ে কমিশনের সকল মহাপরিচালক, প্রধান ও বিভাগীয় কার্যালয়ের সকল পরিচালক এবং প্রধান কার্যালয়ের উপ-পরিচালকদের নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় দুদক সচিব এসব কথা বলেন। সভায় সচিব বলেন, প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে নিজেদের মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে প্রতিষ্ঠানের কর্ম শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে হবে। কমিশনের অনুসন্ধান বা তদন্ত নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। তিনি বলেন, কমিশনের শতভাগ মামলায় শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রসিকিউটিং সংস্থা হিসেবে দুদক নিখুঁতভাবে দায়িত্ব পালন করতে চায়। তাই প্রতিটি মামলার ধার্য তারিখে সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। মামলার আলামত যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। মহাপরিচালকগণ তাদের অধীন পরিচালক, পরিচালকগণ, তাদের অধীন উপপরিচালক এবং উপপরিচালকগণ, তাদের অধীন অন্য কর্মকর্তা ও কর্মচারীদের কার্যক্রম সুপারভাইজ এবং মনিটরিং করার আহ্বান জানিয়ে দুদক সচিব বলেন, প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা বৃদ্ধির জন্যই কমিশনের সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তাই সকল পরিদর্শন ও অডিট রিপোর্ট যথাযথ বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।
×